ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আয়রন ম্যান আর শুধু সিনেমাতে নয় বাস্তবে করে দেখালো বিজ্ঞানীরা (ভিডিও)

২০২১ মে ০৫ ১৯:৫১:৫৯
আয়রন ম্যান আর শুধু সিনেমাতে নয় বাস্তবে করে দেখালো বিজ্ঞানীরা (ভিডিও)

সম্প্রতি গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের তৈরি জেট স্যুটটির পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ব্রিটেনের দক্ষিণ উপকূলে নৌ কর্মকর্তারা জেট স্যুট পড়ে স্পিডবোট থেকে উড়ে একটু দূরের জাহাজে অবতরণ করছেন।

এই প্রক্রিয়ায় সমুদ্রে কোনো নৌ দুর্ঘটনার হাত থেকেও বাঁচা সম্ভব। হেলিকপ্টারের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে এই জেট স্যুট।

কর্তৃপক্ষ জানান, বিভিন্ন বাহিনী তাদের গুরুত্বপূর্ণ অনুসন্ধানমূলক কাজের জন্যও জেট স্যুটটি ব্যবহার করে সফল হবেন।

৪২ জন নৌ কর্মকর্তাসহ কোম্পানির আরো বেশ কয়েকজনের সহায়তায় এ পরীক্ষাটি তিনদিনের চেষ্টায় চালানো হয় বলে জানায় গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে