ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মাত্র ৫ বলের জন্য আশরাফুল-মুশফিকের রেকর্ড ভাঙ্গা হলো না মুমিনুল-শান্তর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২২ ১৯:৩৮:১১
মাত্র ৫ বলের জন্য আশরাফুল-মুশফিকের রেকর্ড ভাঙ্গা হলো না মুমিনুল-শান্তর

টেস্টে তৃতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সেরা জুটির রেকর্ডটি এর আগে ছিল মুশফিকুর রহীম আর মুমিনুল হকের। ২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রাম টেস্টে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ২৩৬ রানের জুটি গড়েছিলেন তারা। এবারও রেকর্ড জুটিতে জড়িয়েছে মুমিনু্লের নাম, নতুন সঙ্গী শান্ত।

দেশের ইতিহাসের সবচেয়ে বড় জুটিটি অবশ্য সাকিব আল হাসান আর মুশফিকুর রহীমের। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন এই দুই পাণ্ডব।

তবে বল মোকাবেলার হিসেবে সবচেয়ে বড় জুটিটি মোহাম্মদ আশরাফুল আর মুশফিকের। ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে পঞ্চম উইকেটে ২৬৭ রানের জুটিতে ৫১৮ বল খেলেছিলেন তারা।

সেই তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে চলতি টেস্টে শান্ত-মুমিনুলের ৫১৪ বলের জুটিটি। ৫০০-এর বেশি বল মোকাবেলা করা জুটি বাংলাদেশের ইতিহাসে এই দুইটিই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ