ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

‘আইপিএলে অধিনায়কত্ব করার মত যোগ্যতা নেই মরগানের’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২২ ১৯:৩১:৫৭
‘আইপিএলে অধিনায়কত্ব করার মত যোগ্যতা নেই মরগানের’

বোলিং পরিবর্তন করা নিয়ে ইয়ন মরগান যে নীতিতে হাঁটছেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন। সাবেকরা মনে করেন মরগানের স্ট্রেটিজি অনেক জটিল। এছাড়াও ব্যাটারদের ভরাডুবিতে ব্যাটিং লাইনআপের পরিবর্তন করা নিয়েও কোন মাথা ব্যথা নেই এই অধিনায়কের। কেউ কেউ মত দিয়েছেন অধিনায়কত্ব নিয়ে কোন পথে হাঁটছেন মরগান তা হয়তো তিনি নিজেও জানেন না।

বীরেন্দ্র শেবাগ মনে করেন ইংল্যান্ড একটি বিশ্ব সেরা দল। তাদের দলে এগারো জন খেলোয়াড়ই বিশ্বসেরা। বিশ্বকাপ জিতিয়ে দেওয়ার জন্য এই খেলোয়াড়েরা যথেষ্ট। এখানে ক্যাপ্টেন মরগানের কোনও ভূমিকা দেখছেন না ভিরু।

ক্রিকবাজকে শেবাগ বলেন, “একদিনের ক্রিকেটে মরগানের একটি শক্তিশালী দল (ইংল্যান্ড) রয়েছে। যে কেউ ভাল ব্যাট করে ওকে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। যে কেউ বল হাতে ম্যাচ বের করে আনতে পারেন। কিন্তু আইপিএলে ওর সেই শক্তিশালী টিম নেই। এর পাশাপাশি আমি মনে করি, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য মরগান যোগ্য অধিনায়ক নন।”

ধোনির সাথে যদি বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে মরগানের তুলনা টানা হয় তবে তা কখনোই যথার্থ হবে না। শেবাগ আরো বলেন, “যদি এমএস ধোনির সঙ্গে মরগানের তুলনা করা হয়, তবে সেই তুলনা একেবারেই সঠিক হবে না।

তা ছাড়া এখানে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলও তার নেই। একজন অধিনায়ক তখনই ভাল, যখন তাঁর দল ভাল পারফরম্যান্স করে। যখন দল ভালো করবে, ওর টিম তখন হয়তো ভাল খেলতে শুরু করবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ইয়ন মরগান একেবারেই ভাল টি-টোয়েন্টি অধিনায়ক নন।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ