ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

৫০০ রানের পথে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২২ ১৫:৩৬:৫৬
৫০০ রানের পথে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

শান্তর ক্যারিয়ার সেরা ইনিংসের সমাপ্তি ঘটে মধ্যাহ্ন বিরতির পর। দ্বিশতকের স্বপ্ন দেখাতে থাকা এই ব্যাটসম্যান থামেন ১৬৩ রানে। পেসার লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। তার আগে শান্ত খেলেন ৩৭৮টি বল। তার ব্যাট থেকে আসে ১৭টি চার ও ১টি ছক্কা। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই শান্তর সর্বোচ্চ ইনিংস।

শান্ত ফেরার আগে মুমিনুলের সাথে রেকর্ড জুটি গড়েছেন। তাদের জুটিতে এসেছে ২৪২ রান। যা বাংলাদেশের পক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এই রেকর্ড আগে ছিল মুমিনুল ও মুশফিকের। ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই চট্টগ্রামে রেকর্ডটি গড়েছিলেন তারা দুইজন।

মুশফিক মাঠে নেমেই প্রথম বলেই কুমারা আক্রমণের পড়েন। আম্পায়ার সাড়া না দিলেও শ্রীলঙ্কা রিভিউ নেয়, তবে সিদ্ধান্ত ‘নট আউট’ থাকে। মুশফিক আউটের শঙ্কায় পড়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলেও। শ্রীলঙ্কা এলবিডব্লিউয়ের আবেদন করলে আউট দিয়ে দেন আম্পায়ার। এবারে রিভিউ নেন মুশফিক এবং তিনি সফল হন। দেখা যায় বল আগে মুশফিকের ব্যাটে আঘাত করেছিল ফলে বেঁচে যান এই ব্যাটসম্যান।

চা বিরতির ২০ মিনিট বাকি থাকতেই সাজঘরের পথ ধরেন মুমিনুল। ধনঞ্জয়া ডি সিলভার বলে স্লিপে লাহিরু থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দেন তিনি। বিদায় নেওয়ার আগে অধিনায়ক করেন ১২৭ রান। তার ৩০৪ বলের ইনিংসটিতে ছিল ১১টি চার। মুমিনুলের খেলা সবচেয়ে বেশি বলের ইনিংসটি। আগের ইনিংসটি ছিল ২৭৪ বলে ১৮১ রান।

চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪০ রান। এই সেশনে ২৭ ওভারে বাংলাদেশ করেছে ৬২ রান। ক্রিজে আছেন মুশফিক ও লিটন দাস। মুশফিক ৭১ বলে ২২ রান ও লিটন ১৫ বলে ১২ রান করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ ৪৪০/৪ (১৪৫ ওভার, মধ্যাহ্ন বিরতি)শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ২২*, লিটন ১২*, সাইফ ০;বিশ্ব ২/৭৫, কুমারা ১/৮৫।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ