ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: ক্ষমা করে দিলেন কেকেআর অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২২ ১৫:২৭:৩১
ব্রেকিং নিউজ: ক্ষমা করে দিলেন কেকেআর অধিনায়ক

এই উইকেটে বোলারদের ভুল করার পরিমাণটা একেবারেই কম। তাই বোলারদের প্রতি আমাদের একটু দয়ালু হতে হবে।’’ নাইটদের বোলারদের মধ্যে দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইন ছাড়া চার জোরে বোলারই ব্যর্থ। বিশেষ করে প্যাট কামিন্স ৪ ওভারে ৫৮ রান দেন।

বোলারদের ক্ষমা করলেও ব্যাটিং নিয়ে চিন্তায় নাইট অধিনায়ক। প্রথম ৬ ওভারের মধ্যে ৩১ রানে ৫ উইকেট পড়ে যায় কেকেআর-এর। মর্গ্যান বলেন, ‘‘ব্যাটিংয়ে প্রথম ৫ ওভার একেবারেই আমাদের সঙ্গে যায়নি। যেভাবে চেয়েছিলাম, সেভাবে ব্যাট করতে পারিনি।’’ শুভমন গিল, নীতীশ রানা, সুনীল নারাইন, রাহুল ত্রিপাঠি এবং মর্গ্যান নিজে রান পাননি।

তবে এরপর ব্যাট হাতে আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক এবং কামিন্সের লড়াই কলকাতাকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিল। এর মধ্যে রাসেলই সবথেকে বেশি মেরেছিলেন। তিনি ২২ বলে ৫৪ রান করেন। ইনিংসে ৩টি চার, ৬টি ছয়। ‘দ্রে রাস’-এর ইনিংস নিয়ে মর্গ্যান বলেন, ‘‘ওকে এই ছন্দে খেলতে দেখে ভাল লাগছে। কিন্তু আমরা বাকিরা ওকে সাহায্য করতে পারলাম না।’’

কার্তিক ২৪ বলে ৪০ এবং কামিন্স ৩৪ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন। কলকাতাকে ১৮ রানে হারতে হয়। বাকি দু’জনেরও প্রশংসা করে মর্গ্যান বলেন, ‘‘রাসেল আর কার্তিক আমাদের ম্যাচে ফিরিয়েছিল। তারপর কামিন্স আমাদের জেতার সুযোগ করে দিয়েছিল। মিডল অর্ডার আর লোয়ার অর্ডার খুব ভাল ব্যাট করল।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ