ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সব গুঞ্জন দুরে সরিয়ে আজকের ম্যাচের জন্য সাকিবকে দলে রেখে একাদশ ঘোষণা করলো কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২১ ১৭:০৮:৫৭
সব গুঞ্জন দুরে সরিয়ে আজকের ম্যাচের জন্য সাকিবকে দলে রেখে একাদশ ঘোষণা করলো কলকাতা

তবে মুম্বাইয়ের পিচ বিবেচনায় সাকিব আল হাসানকে দলে রাখছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী এখনো ম্যাচ খেলার জন্য ফিট হতে পারেননি সুনীল নারাইন।

এছাড়াও সাকিব আল হাসানকে শেষবারের মতো আরো একটি সুযোগ দিতে চায় কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে পাওয়ার প্লেতে সাকিবের বোলিং অনেকটাই কাজে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। আর সেই দিক বিবেচনা করেই সাকিবকে একাদশের রাখছে কলকাতা নাইট রাইডার্স।

এছাড়াও আরেক স্পিনার হরভজন সিং-এর পরিবর্তে দেখা যেতে পারে শিবম মাভীকে। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। ওপেনার রতুরাজ গায়কওয়াদের পরিবর্তে দেখা যেতে পারে রবিন উথাপ্পাকে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেট কিপার), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিনস, হরভজন সিং / শিবম মাভী, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রবিন উথাপ্পা / রতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসিস, মইন আলী, সুরেশ রায়না, অম্বাতি রায়দু, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেট কিপার), ডোয়াইন ব্রাভো, শারদুল ঠাকুর, দীপক চাহার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ