ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

প্রথম ম্যাচে ভক্তদের হাতাশ করলেন উইলিয়ামসন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২১ ১৬:৪৩:৩৭
প্রথম ম্যাচে ভক্তদের হাতাশ করলেন উইলিয়ামসন

পুরান আউট

অষ্টম ওভারের প্রথম বলে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন নিকোলাস পুরান।

মায়াঙ্ক আউটসপ্তম ওভারের শেষ বলে মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন খলিল আহমেদ। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২২ রান করে রশিদের হাতে ধরা পড়েন আগরওয়াল। পঞ্জাব ৩৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিকোলাস পুরান। খলিলের ওভারে ৭ রান ওঠে ১টি বাউন্ডারি মারেন গেইল।

পাওয়ার প্লে'র খেলা শেষপাওয়ার প্লে'র ৬ ওভার শেষে পঞ্জাব ১ উইকেটে ৩২ রান তুলেছে। ভুবনেশ্বরের ওভারে ৬ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন আগরওয়াল। তিনি ২১ রানে ব্যাট করছেন।

৫ ওভারে পঞ্জাব ২৬/১সিদ্ধার্থ কউলের ওভারে ৭ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন গেইল। ৫ ওভার শেষে পঞ্জাব ১ উইকেটে ২৬ রান তুলেছে। মায়াঙ্ক ১৫ ও গেইল ৭ রানে ব্যাট করছেন।

লোকেশ রাহুল আউটচতুর্থ ওভারের প্রথম বলে পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলকে সাজঘরে ফেরালেন ভুবনেশ্বর কুমার। ৬ বলে ৪ রান করে কেদার যাদবের হাতে ধরা পড়েন রাহুল। পঞ্জাব ১৫ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস গেইল। ভিবির ওভারে ৪ রান ওঠে। ৪ ওভার শেষে পঞ্জাব ১৯/১।

৩ ওভারে পঞ্জাব ১৫/০খলিলের ওভারে ৬ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাব বিনা উইকেটে ১৫ রান তুলেছে। মায়াঙ্ক ১১ ও রাহুল ৪ রানে ব্যাট করছেন।

২ ওভারে পঞ্জাব ৯/০ভুবনেশ্বরের ওভারে ৬ রান ওঠে। পঞ্জাব ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯ রান তুলেছে।

১ ওভারে পঞ্জাব ৩/০প্রথম ওভারে পঞ্জাব বিনা উইকেটে ৩ রান তুলেছে। ওভারের শেষ বলে আগরওয়ালের ক্যাচ ছাড়েন রশিদ।

ম্যাচ শুরুপঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন রাহুল ও মায়াঙ্ক। বোলিং শুরু করেন অভিষেক শর্মা।

পঞ্জাবের প্রথম একাদশলোকেশ রাহুল (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মায়াঙ্ক আরগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, মইজেস হেনরিকস, ফ্যাবিয়ান অ্যালেন, মহম্মদ শামি, মুরুগান অশ্বিন ও অর্শদীপ সিং।

হায়দরাবাদের প্রথম একাদশডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, কেদার যাদব, বিজয় শঙ্কর, বিরাট সিং, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল ও খলিল আহমেদ।

১৪ কোটির পেসারকে রিজার্ভ বেঞ্চে পাঠাল পঞ্জাব১৪ কোটি টাকা দিয়ে কেনা ঝাই রিচার্ডসনকে রিজার্ভ বেঞ্চে পাঠাল পঞ্জাব। বাদ পড়লেন মেরেডিথও। মাঠের বাইরে বসতে হল জলজ সাক্সেনাকে। পরিবর্তে পঞ্জাব দলে ঢুকলেন ফ্যাবিয়ান অ্যালেন, মইজেস হেনরিকস ও মুরুগান অশ্বিন।

দলে ফিরলেন উইলিয়ামসনপ্রথম তিন ম্যাচে মাঠের বাইরে থাকার পর অবশেষে হায়দরাবাদ দলে ফিরলেন কেন উইলিয়ামসন। তিনি মুজিব উর রহমানের বদলে দলে ঢোকেন। সামাদের হ্যামস্ট্রিংয়ে চোট। তাঁর বদলে সুযোগ পেলেন কেদার যাদব। মণীশ পান্ডে বাদ পড়লেন। তাঁর জায়গায় মাঠে নামছেন সিদ্ধার্থ কউল। সানরাইজার্সের তরফে জানিয়ে দেওয়া হয় যে নটরাজনের চোট রয়েছে। তাই তিনি প্রথম একাদশে নেই।

হায়দরাবাদের হয়ে মাঠে কেদারহায়দরাবাদের জার্সিতে আত্মপ্রকাশ করছেন কেদার যাদব। ম্যাচের আগে তাঁর হাতে সানরাইজার্সের ক্যাপ তুলে দেওয়া হয়।

টস জিতল পঞ্জাবসানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল পঞ্জাব কিংস। টস জিতে পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ