ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ম্যাচ হারার পাশাপাশি বিশাল দু:সংবাদ পেল রোহিত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২১ ১২:২১:১০
ম্যাচ হারার পাশাপাশি বিশাল দু:সংবাদ পেল রোহিত

আইপিএলের গাইডলাইন অনুযায়ী, একই মৌসুমে স্লো ওভার-রেটের কারণে প্রথম দৃষ্টান্ত হিসেবে দলের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানার শাস্তি দেওয়া হয়।

দ্বিতীয় দৃষ্টান্ত হিসেবে, একই ভুলের জন্য অধিনায়ককে দ্বিগু'ণ জরিমানা (২৪ লাখ রুপি) করা হয় এবং একাদশের বাকি খেলোয়াড়ের কা'টা হয় ম্যাচ ফি’র ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি।

যখন এই অ'পরাধ একই মৌসুমে তৃতীয়বারের মতো করা হয়, তখন অধিনায়ককে জরিমানা হিসেবে গু'নতে হয় ৩০ লাখ রুপি এবং এক ম্যাচ নি'ষি'দ্ধও করা হয়।

আর দলের একাদশের বাকি খেলোয়াড়দের জরিমানা করা হয় ১২ লাখ রুপি বা ম্যাচ ফি’র ৫০ শতাংশ। এই একই শাস্তি বা নিষে'ধাজ্ঞাগু'লো অন্য যেকোনো অ'পরাধের জন্যও প্রযোজ্য হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ