ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

দুই পরির্বতন আজ মাঠে নামছে সাকিবের কলকাতা, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২১ ১০:৫১:২৩
দুই পরির্বতন আজ মাঠে নামছে সাকিবের কলকাতা, দেখেনিন একাদশ

টুর্ণামেন্টে এখনো পর্যন্ত ভালো পারফর্মেন্স করতে পারেননি সাকিব আল হাসান। তবে মুম্বাইয়ের পিচ বিবেচনায় সাকিব আল হাসান এবং নারাইনের পরিবর্তে একজন অতিরিক্ত ফাস্ট বোলার লকি ফার্গুসনকে দেখা যেতে পারে।

এছাড়াও আরেক স্পিনার হরভজন সিং-এর পরিবর্তে দেখা যেতে পারে শিবম মাভীকে। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। ওপেনার রতুরাজ গায়কওয়াদের পরিবর্তে দেখা যেতে পারে রবিন উথাপ্পাকে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেট কিপার), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান / সুনীল নারাইন / লকি ফার্গুসন, প্যাট কামিনস, হরভজন সিং / শিবম মাভী, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রবিন উথাপ্পা / রতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসিস, মইন আলী, সুরেশ রায়না, অম্বাতি রায়দু, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেট কিপার), ডোয়াইন ব্রাভো, শারদুল ঠাকুর, দীপক চাহার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ