ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: মরগানকে সরিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষনা করলো কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২০ ২১:৫০:৩৭
ব্রেকিং নিউজ: মরগানকে সরিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষনা করলো কলকাতা

ফলে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গাম্ভীর তো সরাসরিই সমালোচনা করে বসেছেন মরগানের। গত আসরের মাঝপথে নাইট রাইডার্সের অধিনায়কত্ব তুলে দেয় হয়েছিল মরগানের হাতে। দীনেশ কার্তিক অধিনায়ক হিসেবে টানা ম্যাচ হারের পর এমন সিদ্ধান্ত নিয়েছিল নাইটরা।

তবে ওই আসরে মরগান কিছুটা স্বস্তি দিলেও এবারের আসরে মোটেও তার পক্ষে কথা বলছে না পারফরম্যান্স কিংবা অধিনায়কত্ব। বিশেষ করে শেষ ম্যাচে বেঙ্গালোরের বিপক্ষে সাকিবকে রেখে হরভজনকে দিয়ে বোলিং করানোর জন্য শুনতে হয়েছে বাড়তি সমালোচনা।

এদিকে সাকিব আল হাসানকে দলে নেয়ার পর দলটির সহকারী কোচ জানিয়েছিলেন সাকিবের কাছ থেকে অধিনায়কত্বের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নাইট রাইডার্স। কেননা বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। ফলে কোনোভাবেই তার অধিনায়কত্বের অভিজ্ঞতা হাতছাড়া করতে চাইছে না।

মরগানের বাজে অধিনায়কত্বের কারনে অবশ্য নতুন করে গুঞ্জন উঠেছে অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হতে পারে সাকিবের হাতে। যুক্তি হিসেবে বিশ্লেষকরা বলছেন, সাকিবের মত আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন এমন কেউ নেই দলে। এর আগে দীনেশ কার্তিকের টানা ব্যর্থতার কারনে পুনরায় আবার তার কাছে অধিনায়কত্ব যাচ্ছে না সেটা প্রায় নিশ্চিত।

শেষ পর্যন্ত যদি কলকাতার টিম ম্যানেজমেন্ট অধিনায়ক পরিবর্তনের কথা চিন্তা করে তাহলে হয়তো সাকিবের হাতেই উঠতে পারে কলকাতার অধিনায়কত্ব। সাকিবকে অধিনায়ক করা হলে তার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা যে বাড়তি কাজে লাগবে নাইটদের তা বলাই যায়।

মরগানের এমন বাজে অধিনায়কত্বের জন্যই বেঙ্গালোর প্রথম ইনিংসে বড় সংগ্রহ করতে পেরেছে বলে মনে করেন আকাশ।আকাশ চোপড়ার সেই গুঞ্জকে শক্তিশালী করে তুলল আনন্দবাজারের নতুন এই আলোচনা, তাদের মতে কলকাতার পরবর্তী অধিনায়কত্বের দায়িও আসতে পারে সাকিব, ডিকে কিংবা শুভমান গিলের উপরে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ... বিস্তারিত