ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সাকিবদের নিয়ে টুইটারে সমালোচনার ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২০ ১০:৪৮:২৮
সাকিবদের নিয়ে টুইটারে সমালোচনার ঝড়

প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করার পর নিজেদের ২য় ম্যাচেও বেশ ভালো অবস্থানেই ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু অবিশ্বাস্য ভাবেই একপ্রকার জেতা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসকে উপহার দিয়ে আসে কলকাতা। দিনেশ কার্তিক, ইয়ন মরগান, সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেলদের ব্যাটিং ব্যর্থতায় তীরে এসে তরী ডুবে।

বড় লক্ষ্য তারা করতে গিয়ে হতাশাজনক ব্যাটিং উপহার দিয়েছেন মরগান, কার্তিক ও সাকিবরা। যার ফলে সমালোচনার মুখে পরতে হয়েছে প্রায় পুরো দলকেই। তবে বিশেষ করে সাকিব আল হাসানের ধীরগতির ব্যাটিং ও খরুচে বোলিংয়ের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে ভক্তদের সমালোচনার ঝড়টা একটু বেশিই গিয়েছে সাকিবের উপর।

ব্যাট হাতে ৩ ম্যাচের কোনটিতেই বেশি সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। আগামী ম্যাচে বেশিরভাগ ভক্তই টুইটারে দাবি তুলেছেন দলে একাধিক পরিবর্তনের। কলকাতার বেঞ্চে রয়েছেন সুনীল নারাইন, বেন কাটিং, লোকি ফার্গুসন ও টিম সাইফার্টের মত প্রতিভাবান খেলোয়াড়রা। আগামী ম্যাচে তাদের কাউকে দেখার দাবি জানিয়েছে ভক্তরা। দেখে নিন টুইটারে ভক্তদের কিছু প্রতিক্রিয়া।

আইপিএল বর্তমানে চলছে দুই শহর মুম্বাই ও চেন্নাইয়ে। এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ কলকাতা খেলেছে, সবগুলো ম্যাচেরই ভেন্যু ছিল চেন্নাই। দলটির পরের ম্যাচ মুম্বাইয়ে। সেখানে একটু ভিন্ন থাকবে উইকেট। সেই বিবেচনায় ও টিম ম্যানেজমেন্টের আলোচনায় দলে কি পরিবর্তন আসবে তা জানা যাবে আগামী ২১ তারিখ যেদিন কলকাতা মাঠে নামবে চেন্নাইয়ের বিরুদ্ধে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ... বিস্তারিত