ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

গাভাস্কারের ধারাভাষ্য নিয়ে ব্যঙ্গ করে যা বললেন সময়ের সেরা অলরাউন্ডার বেন স্টোকস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৯ ২২:৪৮:০৭
গাভাস্কারের ধারাভাষ্য নিয়ে ব্যঙ্গ করে যা বললেন সময়ের সেরা অলরাউন্ডার বেন স্টোকস

ইতোমধ্যে রাজস্থান শিবির ছেড়ে দেশেও ফিরে গেছেন স্টোকস। তবে ইংল্যান্ডে বসেই নিয়মিত আইপিএলের খোঁজখবর রাখছেন তিনি। রবিবার দিল্লী ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটিও দেখেছেন ইংলিশ অলরাউন্ডার। সেই ম্যাচে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের দেওয়া ভুল ধারাভাষ্য নিয়ে ব্যঙ্গ করেছেন বেন স্টোকস।

ঘটনা দিল্লী-পাঞ্জাব ম্যাচের ১১তম ওভারের। পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দেওয়া দুই ওপেনার কেএল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়ালের বিরুদ্ধে বেগ পেতে হচ্ছিলো দিল্লীর কাগিসো রাবাদাকে। সেই ওভারে প্রোটিয়া পেসারের করা শর্ট পিচ ডেলিভারিতে পুল আর হুক শটে অনায়াসেই তিনটি ছক্কা হাঁকান মায়াঙ্ক-রাহুল।

সে সময় ধারাভাষ্যকার কক্ষে থাকা সুনীল গাভাস্কার, কাগিসো রাবাদার এমন বোলিংয়ের বেশ সমালোচনা করেন। তিনি বলেন, “খুবই বাজে বাউন্সার, যদি তুমি বাউন্সার দিতে চাও তাহলে অবশ্যই তা অফ স্টাম্পের উপর রাখা উচিৎ।”

তবে রিপ্লেতে দেখা যায় বলটি ঠিক অফ স্টাম্পের উপরেই ছিল। আর এরপরেই গাভাস্কারের নাম না লিখলেও পুরো ঘটনাটি লিখে টুইট করেন বেন স্টোকস। যেখানে নিজের অনুভূতি বুঝাতে নিজের মাথা চাপড়ানোর ইমোজিও জুড়ে দেন ইংলিশ অলরাউন্ডার।

উল্লেখ্য, সে ম্যাচে ১০ বল বাকি থাকতেই দিল্লী ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরেছে পাঞ্জাব কিংস। ৯২ রানের দূর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছে দিল্লী ওপেনার শিখর ধাওয়ান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ... বিস্তারিত