ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সাকিবকে নয় মরগানকে ধুয়ে দিলেন আকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৯ ১৯:৫২:১৫
সাকিবকে নয় মরগানকে ধুয়ে দিলেন আকাশ

কলকাতা নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা এদিন মুড়িমুড়কির মত হাঁকিয়েছেন চার-ছক্কা। সাকিব ২ ওভারে ২৪ রান বিলি করার পর তার হাতে আর বল তুলে দেননি মরগান।

অথচ ১৯তম ওভারে ঠিকই আক্রমণে আসেন হরভজন। সেই ওভারে বল হাতে বদান্যতা দেখান ভারতীয় স্পিনার। সাকিবের বল বাকি থাকা সত্ত্বেও কেন হরভজনকে স্লগ ওভারে বল তুলে দেওয়া হল, এমন প্রশ্ন তুলেছেন আকাশ।

আকাশ মরগানের ত্রুটি দেখছেন ইনিংসের শুরু থেকেই। তিনি বলেন, ‘বরুণ শুরুতেই দুই উইকেট এনে দিল, এরপর আপনি তাকে বোলিং থেকে সরিয়ে নিলেন। অথচ তখন কিনা ক্রিজে এসেছে ফর্মে থাকা ম্যাক্সওয়েল, তাকে দ্রুত সাজঘরে ফেরানো উচিৎ।’

এখানেই শেষ নয়। আকাশ অবাক ইনিংসের শেষ ভাগে মরগানের অধিনায়কত্ব নিয়েও। মরগান যেন রান ফোয়ারা বন্ধের কোনো চেষ্টাই করেননি। শেষদিকে তাই আরও ভয়ংকর হয়ে ওঠে ব্যাঙ্গালোর।

মরগান বলেন, ‘এরপর মরগান আরও একটি অবাক করা কাজ করল। ১৯তম ওভারে বোলিংয়ে আনা হল হরভজনকে। এবি ডি ভিলিয়ার্স আর কাইল জেমিসন যখন ব্যাট করছে, তখন কে একজন ডানহাতি অফ স্পিনারের হাতে বল তুলে দেয়? দুইজন ডানহাতি তখন ব্যাট করছে। মরগানের হিসেবনিকেশে কিছু ত্রুটি আছে। তখন সাকিবের ওভার বাকি ছিল। একজন বাঁহাতি স্পিনার আনাই যেত।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ... বিস্তারিত