ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সব জল্পনা কল্পনা শেষে আজকের ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো রাজস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৯ ১৬:৫৬:৩০
সব জল্পনা কল্পনা শেষে আজকের ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো রাজস্থান

সাঞ্জু স্যামসনের রাজস্থান একাদশে গত দুই ম্যাচেই একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৯ রান খরচায় কাটার মাস্টার দখলে নিয়েছেন ২ উইকেট। দিল্লির রানের লাগাম টেনে ধরতে যা ছিল বেশ কার্যকর।

অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছে গিয়ে হার বরণ করতে হয়েছিল রাজস্থানকে। পাঞ্জাব কিংসের বিপক্ষে পাহাড়সম লক্ষ্য পার হতে পারেনি রাজস্থান। ওই ম্যাচে অবশ্য অন্যান্য বোলারদের সাথে মুস্তাফিজও ছিলেন কিছুটা খরুচে। তবে তৃতীয় ম্যাচের একাদশেও মুস্তাফিজকে দলে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে রাজস্থান। এর আগে স্কোয়াডে থাকা আরেক পেসার এন্ড্রু টাইয়ের নাম শোনা গেলেও এই পেসার আজকের ম্যাচেও একাদশের বাইরে থাকছেন।

চেন্নাইর বিপক্ষে ম্যাচে রাজস্থান রয়্যালসের একাদশে চার বিদেশির মধ্যে জস বাটলার ও ক্রিস মরিস থাকছেন তা নিশ্চিত। বেন স্টোকসের বদলে একাদশে সুযোগ পাওয়া ডেভিড মিলারও গত ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। ফলে তাকেও রাখা হবে দলে। এছাড়া মরিসের সাথে জুটি বেধে চেন্নাইকে গুড়িয়ে দেয়ার ক্ষেত্রে বেশ কার্যকর হতে পারেন মুস্তাফিজ। ফলে তাকেও রাখা হবে এই ম্যাচের স্কোয়াডে।

রাজস্থান একাদশে নতুন করে অন্তর্ভুক্ত হতে পারে কুলদীপ যাদবের নাম। এক্ষেত্রে হয়তো কপাল পুড়তে পারে মানন ভোহরার। কেননা একজন বাড়তি বোলার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে রাজস্থানের। অথবা যদি আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত থাকে তাহলে ভোহরা হতে পারেন সেরা পছন্দ।

এক নজরে দেখে নেয়া যাক চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য সেরা একাদশ জস বাটলার, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, রিয়ান পরাগ, ডেভিড মিলার, মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিস, চেতন শাকারিয়া, রাহুল তেওয়ারিয়া, জয়দেব উনাদকাট এবং কুলদীপ যাদব/মানন ভোহরা।

চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যকার এই ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ... বিস্তারিত