ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: হাঁসতে হাঁসতে সাংবাদিকদের সামনে যা বললেন মামুনুল হক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৯ ১২:৩৭:৩৬
ব্রেকিং নিউজ: হাঁসতে হাঁসতে সাংবাদিকদের সামনে যা বললেন মামুনুল হক

আমাকে কেন ধ’রা হয়েছে বুঝতে পারছিন’া। জানা গেছে, গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে ধ;রা প;ড়ার পর থেকেই মোহা’ম্ম’দপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মা’দ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজ;রদারির মধ্যে রেখেছিলো।

গ্রে’ফতারের পর তাকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়।এই বি’ষয়ে তেঁজগাও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ বিফ্রিংয়ে বলেন, ২০২০ সালে মোহা’ম্ম’দপুরে ভা’ঙ’চুরের ঘটনায় সুনির্দিষ্ট মা;মলায় তাঁকে গ্রে’ফতার করা হয়েছে।

ত’দন্তে পুলিশ নিশ্চিত হয় যে সেই ভা;ঙচু’রের ঘটনায় মামুনুল হকের স;ম্পৃক্ততা আছে। মামুনুল হক নিজেও সেই ঘট;নাটি স্বীকার করেছেন বলে জানান তিনি। অন্য মাম;লার বি’ষয়ে পরে সি’দ্ধান্ত নেওয়া হবে এবং আগামীকাল তাঁকে আ’দালতে তোলা হবে বলেও জানান ডিসি তেজগাঁও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে