ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

একাদশে পরিবর্তন আসবে বললেন ম্যাককালাম, বাদ পড়তে পারেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৯ ১০:৩২:০৬
একাদশে পরিবর্তন আসবে বললেন ম্যাককালাম, বাদ পড়তে পারেন সাকিব

কলকাতার সাবেক ক্রিকেটার ম্যাককালাম বর্তমানে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। প্রথম ম্যাচে জয় পাওয়ায় পরের দুই ম্যাচে কলকাতা পরীক্ষানিরীক্ষা করেনি। তবে ম্যাককালামের মতে, এখন দলে পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

আইপিএলে বর্তমানে চলছে দুই শহর মুম্বাই ও চেন্নাইয়ে। এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ কলকাতা খেলেছে, সবগুলো ম্যাচেরই ভেন্যু ছিল চেন্নাই। দলটির পরের ম্যাচ মুম্বাইয়ে। সেখানে একটু ভিন্ন থাকবে উইকেট। আর জয়টাও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ম্যাককালাম ও তার ম্যানেজমেন্ট পরিবর্তন আনবেন একাদশে।

ম্যাককালাম বলেন, ‘আমাদের বোধহয় ফ্রেশ লেগ দরকার। পরের ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের আশা করছি। ভেন্যুও বদলাচ্ছে, খেলতে হবে মুম্বাইয়ে। নতুন জায়গা। তবে আমাদের কিছু জায়গায় উন্নতি করে ঘুরে দাঁড়াতে হবে।’

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা কলকাতা প্রতি ম্যাচেই একই একাদশে নিয়ে নেমেছে। বিদেশি হিসেবে অধিনায়ক ইয়ন মরগানের পাশাপাশি খেলছেন সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। পরের ম্যাচে একাদশে পরিবর্তন আসলে পরিবর্তন আসতে পারে চার বিদেশির তালিকায়ও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ... বিস্তারিত