ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সাকিবকে নিয়ে মুখ খুললেন কেকেআর কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৮ ২৩:৪০:১৭
সাকিবকে নিয়ে মুখ খুললেন কেকেআর কোচ

বেঙ্গালুরুর বিপক্ষে একাদশে বিবেচনায় থাকলেও ব্যাটিংয়ের কারণে সাকিবকে বেছে নিয়েছিল। এ প্রসঙ্গে ম্যাককালাম বলেন, ‘প্রথম ম্যাচের আগে সে আমাদের বিবেচনায় ছিল তবে তাঁর একটি চোট ছিল এর ফলে সে শতভাগ ফিট ছিল না।

সে আমাদের বিবেচনায় রয়েছে। বেঙ্গালুরু বিপক্ষেও সে ফেরার খুব কাছে ছিল কিন্তু আমরা সাকিবকে বেছে নিয়েছি কারণ সে আমাদের জন্য ভালো করছে। সে ব্যাটিংয়ে আমাদের কাজে দিচ্ছে।’

এখন পর্যন্ত টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেললেও কলকাতার জয় মাত্র একটি ম্যাচে। চেন্নাইয়ের তুলনায় মুম্বাইয়ের উইকেট কিছুটা ব্যাটিং বান্ধব। যেখানে পরবর্তী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে খেলবে ইয়ন মরগানের দল। মুম্বাই লেগে দলে একটি বা দুটি পরিবর্তন আসবে বলে জানিয়েছেন ম্যাককালাম।

যেখানে একাদশ থেকে জায়গা হারাতে পারেন সাকিব। কারণ প্রথম তিন ম্যাচে ভালো করতে না পারার সঙ্গে নারিনের ইনজুরি থেকে সেরে ওঠা। তাতে চেন্নাইয়ের বিপক্ষে নাও খেলতে দেখা যেতে পারে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। কেবল একটি ম্যাচে জয় পেলেও এখনও টুর্নামেন্টে নিজেদের ভালো সুযোগ দেখছেন ম্যাককালাম।

তিনি বলেন, ‘তিন ম্যাচ পর একটা জিনিস বুঝেছি যে, ছেলেরা ভালো করছে কিন্তু ফলাফল পাচ্ছে না। মুম্বাইয়ের অন্যরকম উইকেটের জন্য আমাদের নতুন কাউকে দরকার। আমরা সম্ভবত পরবর্তী খেলায় একটি বা দুটি পরিবর্তন করার প্রত্যাশা করছি। সামগ্রিকভাবে আমি মনে করছি যে আমরা যদি ঠিকঠাক মতো সব করতে পারি তাহলে টুর্নামেন্টে আমাদের ভালো সুযোগ রয়েছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ