ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সাকিবকে না নারাইন কে খেলাও

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৮ ২৩:১২:১৭
সাকিবকে না নারাইন কে খেলাও

নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটিতে সাকিব ইনিংসের দুই ওভার বাকি থাকতে নেমে ৫ বলে ৩ রান ও বল হাতে ৪ ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট পান।

দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২৩ রান খরচায় ১টি উইকেট পান ও ব্যাট হাতে করেন ৯ বলে ৯ রান। ব্যাট হাতে খুব ভালো না করলেও বল হাতে দ্বিতীয় ম্যাচে দলের সেরা ইকোনমিকাল বোলার ছিলেন তিনি।

কলকাতার ম্যানেজমেন্ট আগেই জানিয়েছিল তাকে দলে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিটি মুখিয়ে ছিল। সুনীল নারাইনের পারফরম্যান্সে আশাবাদী ‘'হতে না পেরেই সাকিবকে দলে টানে তারা এবং সেইজন্যই সাকিবকে প্রথম দুই ম্যাচে একাদশেও রাখে। কলকাতা অধিনায়ক ও সতীর্থ হরভজন সিংয়ের মুখেও ঝরেছে সাকিবকে নিয়ে প্রশংসা। সবমিলিয়ে বলা যায় সাকিবকেই একাদশে রাখার সম্ভাবনা বেশি।

কিন্তু ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধা’রাভাষ্যকার আকাশ চান কলকাতার তৃতীয় ম্যাচে একাদশে একটি পরিবর্তন আসুক এবং সেটি হোক সাকিবের বদলে নারাইন। টস জিতলে কলকাতাকে আগে ব্যাটিং করারও পরা মর'’্শ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই মন্তব্য জানিয়েছেন আকাশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ