ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ক্রিকেট বিশ্বকে অবাক করে এক ইনিংসে দুইবার ব্যাট করলেন মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৮ ২২:৩৯:১৯
ক্রিকেট বিশ্বকে অবাক করে এক ইনিংসে দুইবার ব্যাট করলেন মুমিনুল

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সবুজ দল ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করেছে। উইকেটে আছেন লিটন দাস ও মুমিনুল হক।

দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে মিরাজের বোলিং ঘূর্নিতে বিপাকে পড়েছে মুমিনুলের সবুজ দল। সকালের শুরুতে ব্যাটিং করতে নেমে ৮৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে। লিটন দাস (৬৪) , সাদমান (১৯),মুমিনুল(০), ইয়াসির আলী রাব্বী(১৫), মিথুন(২৮) ও হোম (৫)। বল হাতে মিরাজ নিয়েছেন দুই উইকেট।

এদিকে মুমিনুল শূন্য রানে আউট হলেও তাকে আবার মিডল অর্ডারে ব্যাটিং করানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। দ্বিতীয় বার ব্যাটিং করতে নেমে (২৫) রান করে এখনো উইকেটে আছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে তামিমের দল তুলেছে ৩১৪ রান। তামিম ৬৩ রান নিয়ে ব্যক্তিগত ইনিংস ঘোষণা করেন। এর সাইফ হাসান ৫২ রান করে তিনিও ব্যক্তিগত ইনিংস ঘোষণা করেন। এখন উইকেটে আছেন শান্ত (৫৩) ও মুশফিক (২৯) রান।

লাল দলঃ তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ ও সাপোর্টিং স্টাফ।

সবুজ দলঃ সাদমান ইসলাম, লিটন কুমার দাশ, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, ইয়াসির আলী রাব্বী, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল হাসান, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ।

দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ খেলার পর লঙ্কানদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ