ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সাকিব ও রাসেল ভালো খেলার পরেও ম্যাচ হার দোষালেন কলকাতার অধিনায়ক মরগান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৮ ২২:০৪:৪১
সাকিব ও রাসেল ভালো খেলার পরেও ম্যাচ হার দোষালেন কলকাতার অধিনায়ক মরগান

চাপে পরা ব্যাঙ্গালোর কে তখন টেনে তোলার দায়িত্ব নেয় গ্লেন ম্যাক্সওয়েল ও দেবদূত পাডিক্কাল। ম্যাক্সওয়েল এক দিকে রান করে অন্য দিকে পাডিক্কাল উইকেট ধরে খেলে। সাকিব আল হাসানের ওভারে ছয় ও চার মারে ম্যাক্সওয়েল।

তবে অতিরিক্ত ধীরে খেলা পাডিক্কাল শেষ পর্যন্ত ২৮ বলে ২৫ করে প্যাভিলিয়নে ফেরে প্রসিদের বলে। এরপর মাঠে আসে ডি ভিলিয়ার্স। ম্যাক্সওয়েল কে সাথে করে ২ জনের ঝড়ো গতির ব্যাটিং চলতেই থাকে। ম্যাক্সওয়েল তুলে নেয় ৩য় ম্যাচে ২য় অর্ধশতক। শেষ পর্যন্ত কামিন্সের বলে আউট হওয়ার আগে তার ব্যাটে আসে ৭৮ রান।

ম্যাক্সওয়েল বিদায় নিলেও তাণ্ডব চালিয়ে যায় এবি ডি ভিলিয়ার্স। শেষ দিকে রাসেলের ২ ওভার ও হারভাজন এর ১ ওভার থেকে মোট রান আসে ৫৬ রান। শেষ পর্যন্ত এবি অপরাজিত থাকে ৭৬ রান করে ও ব্যাঙ্গালোর সংগ্রহ করে ২০৪ রান।

২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গিল ঝড়ো ব্যাট শুরু করে। তবে ৯ বলে ২১ করে জেমিসনের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর ত্রিপাতি ও মরগান অবদান রাখলেও রানের গতি কম ছিল।ত্রিপাতি ২৫ ও মরগান ২৯ রান করে। তবে ম্যাচে মূল নাটকের জন্ম দেয় আন্দ্রে রাসেল। চাহালের এক ওভারে তুলে নেয় ২০ রান। জেমিসনের বলে সাকিব বিদায় নেয় ২৬ রানে। শেষ ২ ওভারে দরকার ছিল ৪৪ রান তবে ১৯তম ওভারে সিরাজ মাত্র ১ রান দেয় রাসেল কে তাতে শেষ পর্যন্ত তারা হেরে যায় ৩৮ রানে।

ম্যাচ শেষে কলকাতার অধিনায়ক মরগান জানান, ” অবশ্যই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ব্যাট হাতে দূর্দান্ত করেছে, তারা খুবই ভালো ব্যাট করেছে বিশেষ কয়ে ম্যাক্সোয়েল তোহ খুবই ভাল প্লেয়ার।তাছাড়া আপনি যখন ডি ভিলিয়ার্সকে বল করতে যাবেন আপনার সেই পাওয়ার থাকতে হবে।আমরা লড়াই করেছি জয়ের জন্য, আন্দ্রে রাসেল শুধুমাত্র সেটা সম্ভব করতে পারতো কিন্তু পারেনি, আদ্রে সাকিব জুটি দূর্দান্ত ছিল কিন্তু আমাদের বোলিং লাইন আপ টা ঠিক হয়নি।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ... বিস্তারিত