ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মরগানের নেতৃত্ব জঘন্য, সাকিবকে বোলিংয়ে আনা প্রসঙ্গে গম্ভীর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৮ ২০:৫০:৩৬
মরগানের নেতৃত্ব জঘন্য, সাকিবকে বোলিংয়ে আনা প্রসঙ্গে গম্ভীর

কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবারের শিরোপা অধিনায়ক জানিয়েছেন, তিনি কোনোদিনও এমন হাস্যকর অধিনায়কত্ব দেখেননি। সেই সঙ্গে ভারতের সাবেক এই ওপেনার খুশি যে এটা ভারতীয় কেনো অধিনায়ক করেননি। সেটা হলে সবাই সমলোচনার ছুরি ধরতো।

ইনিংসের দ্বিতীয় ওভারেই বরুণের হাতে বল তুলে দেন মরগান। বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় বলেই কোহলিকে ফেরান বরুণ। ডানহাতি এই স্পিনারকে তুলে মারতে গিয়ে রাহুল ত্রিপাটির হাতে ক্যাচ দেন কোহলি। এরপর ওই ওভারের শেষ বলে রজতকে বোল্ড করেন বরুণ।

এমন দুর্দান্ত বোলিংয়ের পরও চতুর্থ ওভারে তাঁকে বোলিং না দিয়ে সাকিবের হাতে বল তুলে দেন মরগান। কিন্তু সুবিধা করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। দুই ওভার বোলিং করে ২৪ রান দিয়েও কোনো উইকেট পাননি। বিপরীতে বরুণ ৪ ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

মূলত বরুণদের জায়গায় সাকিবকে বোলিং দেয়ার চটেছেন গম্ভীর। এ প্রসঙ্গে গম্ভীর বলেন, আমি খুশি যে কোনো ভারতীয় অধিনায়ক এমন ভুল করেনি। কারণ ভারতীয় কোনো অধিনায়ক এমনটা করলে এতক্ষণে সমালোচনায় ছুরি ধরতো। এটা সম্ভবত আমার দেখা সবচেয়ে হাস্যকর অধিনায়কত্ব ছিল।

তিনি আরও বলেন, আমি এটা ব্যাখ্যা করতে পারব না। কারণ এর জন্য আমার কাছে কোনো ভাষা নেই। যখন কেউ দুই উইকেট নেয় আর একজন ফর্মে থাকা ব্যাটসম্যান আসে তখন আপনি পরের ওভারে উইকেট নেয়ার বিকল্পটি সরিয়ে ফেললেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ