ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কলকাতার চিন্তা বাড়িয়েছেন সাকিব-মরগানরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৮ ১২:৪৩:৪৩
কলকাতার চিন্তা বাড়িয়েছেন সাকিব-মরগানরা

উড়তে থাকা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরুর বিপক্ষে শুধু এক রানা যে যথেষ্ট হবে না তা জানেন মরগান নিজেও। বিশ্বের অন্যতম সেরা দুই অধিনায়ক এখন দুই মেরুতে। একজন জয়ের বৃত্তে অন্যজনের প্রধান ভাবনা দলের মিডল অর্ডার।

আন্দ্রে রাসেল বল হাতে উইকেট পেলেও, ব্যাট হাতে রান করতে পুরোপুরি ব্যর্থ। অভিজ্ঞ দীনেশ কার্তিকও রান পাননি। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে উল্টো বল খেয়ে কলকাতাকে হারিয়ে দিয়েছেন এ দুজন মিলে। মর্গান নিজেও রান পাননি দুই ম্যাচেই। । ব্যাট হাতে কলকাতার বৈতরণী পার করছেন কেবল এক নীতীশ রানা। তাঁর সঙ্গী শুভমন গিলকেও জ্বলে উঠতে দেখা যায়নি।

অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রথম ম্যাচে ৭ নাম্বারে খেলালেও পরের ম্যাচে প্রমোশন দিয়েও কাজ হয়নি। হাতের নাগালে প্রয়োজনীয় রান থাকলেও কান্ড জ্ঞানহীন শট খেলে রচিত করেছেন নিজের সমাধি। সবমিলে ভঙ্গুর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স।

এই ম্যাচে ব্যাটিং অর্ডারে হয়তো খুব বেশি পরিক্ষা নীরিক্ষাতে যাবেনা কেকেআর। আরো একটি ম্যাচ এভাবেই হয়তো দেখতে চাইবে ম্যানেজমেন্ট। ব্যার্থদের কাউকে না কাউকে তো জ্বলতেই হবে। নাহলে শক্তিশালী আরসিবির বিপক্ষে জিতা যে সহজ হবেনা। অন্যদিকে আরসিবিতে গ্লেন ম্যাক্সওয়েল রান পাচ্ছেন প্রতি ম্যাচেই। রান পেয়েছেন এবিডি। বিরাট নিজেও রানের মধ্যেই রয়েছেন।

মিডল অর্ডারের পাশাপাশি কলকাতার গলার কাটা অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। দুই ম্যাচ মিলেও পূরণ করতে পারেননি নিজের কোটা। শেষ ম্যাচে তাকে মাত্র ১ ওভার দেয়াতেই বুঝা গেছে এই অফ স্পিনারকে খুব একটা ভরসা করতে পারছেন না মরগান। আজকের ম্যাচে তাই বোলিং লাইনে দুই একটা পরিবর্তন আসলে অবাক হবার কিছু থাকছে না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ