কলকাতার একাদশ ধেকে বাদ পড়তে পারেন সাকিব

কলকাতার মিডিয়ায় এরই মধ্যে কেকেআরের একাদশ নিয়ে কাঁটাছেড়া শুরু হয়েছে। সেখানকার মিডিয়া লিখছে, যত দূর যা শোনা যাচ্ছে তাতে নাইট শিবিরে বিশেষ স্বস্তিজনক পরিবেশও নেই এই মুহূর্তে। স্পিন ধোঁয়াশায় পুরোপুরি ঢেকে রয়েছে দলটি। দু’জনকে নিয়ে কী করা উচিত, টিম ম্যানেজমেন্টের কেউ কেউ নাকি বুঝে উঠতে পারছেন না। প্রথমজন, হরভজন সিং। দ্বিতীয় জন, সাকিব আল হাসান।
হরভজনকে প্রথম দুই ম্যাচ খেলানো হলেও অধিনায়ক মরগ্যান তার উপর বিশেষ আস্থা রাখতে পারছেন না, তা ‘টার্বুনেটর’কে দিয়ে চার ওভার না করানোতেই পরিষ্কার। প্রথম ম্যাচে তো করানো হয়েছিল মাত্র এক ওভার!
হরভজনের চেয়ে অনেক বেশি ভরসা রাখা হচ্ছে, বরুণ চক্রবর্তীর উপর! এটাও শোনা যাচ্ছে, রোববার আরসিবির বিপক্ষে ম্যাচে হরভজনকে বসিয়ে তার জায়গায় বাঁ-হাতি স্পিনার পবন নেগিকে খেলানো যায় কি না, ভেবে দেখা হচ্ছে।
যুক্তি হল, পবন বছর দু’য়েক আগে আরসিবির ক্রিকেটার ছিলেন, সে কারণে। ক্রিকেটীয় যুক্তিতে যদিও এমন ভাবনা বোঝার উপায় নেই। কারণ সাকিব খেললে, তিনি আর নেগি একই ধরনের বোলার হবেন। কুলদীপ যাদবকে তা হলে দলে রেখে দেওয়ার অর্থ কী?
যাদব হলেন চায়নাম্যান, তিনি খেললে তো বৈচিত্র্য আসে। সাকিব খেলবেন কি না, সেটা অবশ্য নিশ্চিত নয়। বল হাতে ভাল করলেও ব্যাট হাতে এখনও কিছুই করতে পারেননি সাকিব।
তার জায়গায় সুনিল নারিনকে ফেরানো যায় কি না, সেটা নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে শোনা যাচ্ছে। যদি সাকিবকে বাদ দেয়া হয়, তাহলে বাঁ হাতি স্পিনার হিসেবে কুলদীপকে খেলানো হতে পারেন।
কী হবে শেষ পর্যন্ত, বলা মুস্কিল। সময় আছে কাল বিকাল পর্যন্ত। যদিও একটা বিষয় পরিষ্কার, নাইটদের পক্ষ থেকে যেভাবে মরগ্যান এবং কার্তিকের মধ্যে সখ্য দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা মোটেও দলের বাস্তবতা নয়। বাস্তব বরং দ্বিতীয়টা, স্পিন জট! এই জট থেকে মুক্তির রাস্তা রোববারই খুঁজতে পারে নাইটরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত