ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কলকাতার একাদশ ধেকে বাদ পড়তে পারেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৭ ২২:৪২:১৪
কলকাতার একাদশ ধেকে বাদ পড়তে পারেন সাকিব

কলকাতার মিডিয়ায় এরই মধ্যে কেকেআরের একাদশ নিয়ে কাঁটাছেড়া শুরু হয়েছে। সেখানকার মিডিয়া লিখছে, যত দূর যা শোনা যাচ্ছে তাতে নাইট শিবিরে বিশেষ স্বস্তিজনক পরিবেশও নেই এই মুহূর্তে। স্পিন ধোঁয়াশায় পুরোপুরি ঢেকে রয়েছে দলটি। দু’জনকে নিয়ে কী করা উচিত, টিম ম্যানেজমেন্টের কেউ কেউ নাকি বুঝে উঠতে পারছেন না। প্রথমজন, হরভজন সিং। দ্বিতীয় জন, সাকিব আল হাসান।

হরভজনকে প্রথম দুই ম্যাচ খেলানো হলেও অধিনায়ক মরগ্যান তার উপর বিশেষ আস্থা রাখতে পারছেন না, তা ‘টার্বুনেটর’কে দিয়ে চার ওভার না করানোতেই পরিষ্কার। প্রথম ম্যাচে তো করানো হয়েছিল মাত্র এক ওভার!

হরভজনের চেয়ে অনেক বেশি ভরসা রাখা হচ্ছে, বরুণ চক্রবর্তীর উপর! এটাও শোনা যাচ্ছে, রোববার আরসিবির বিপক্ষে ম্যাচে হরভজনকে বসিয়ে তার জায়গায় বাঁ-হাতি স্পিনার পবন নেগিকে খেলানো যায় কি না, ভেবে দেখা হচ্ছে।

যুক্তি হল, পবন বছর দু’য়েক আগে আরসিবির ক্রিকেটার ছিলেন, সে কারণে। ক্রিকেটীয় যুক্তিতে যদিও এমন ভাবনা বোঝার উপায় নেই। কারণ সাকিব খেললে, তিনি আর নেগি একই ধরনের বোলার হবেন। কুলদীপ যাদবকে তা হলে দলে রেখে দেওয়ার অর্থ কী?

যাদব হলেন চায়নাম্যান, তিনি খেললে তো বৈচিত্র্য আসে। সাকিব খেলবেন কি না, সেটা অবশ্য নিশ্চিত নয়। বল হাতে ভাল করলেও ব্যাট হাতে এখনও কিছুই করতে পারেননি সাকিব।

তার জায়গায় সুনিল নারিনকে ফেরানো যায় কি না, সেটা নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে শোনা যাচ্ছে। যদি সাকিবকে বাদ দেয়া হয়, তাহলে বাঁ হাতি স্পিনার হিসেবে কুলদীপকে খেলানো হতে পারেন।

কী হবে শেষ পর্যন্ত, বলা মুস্কিল। সময় আছে কাল বিকাল পর্যন্ত। যদিও একটা বিষয় পরিষ্কার, নাইটদের পক্ষ থেকে যেভাবে মরগ্যান এবং কার্তিকের মধ্যে সখ্য দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা মোটেও দলের বাস্তবতা নয়। বাস্তব বরং দ্বিতীয়টা, স্পিন জট! এই জট থেকে মুক্তির রাস্তা রোববারই খুঁজতে পারে নাইটরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

শেয়ারবাজারের ৭ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারের ৭ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ৭ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানি তাদের ২০২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ... বিস্তারিত