ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

একাদশে পরিবর্তন নিয়ে আগামীকাল মাঠে নামছে কলকাতা, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৭ ২১:০০:৩৮
একাদশে পরিবর্তন নিয়ে আগামীকাল মাঠে নামছে কলকাতা, দেখেনিন একাদশ

এই ম্যাচে নাইটদের একাদশে আসতে পারে এক পরিবর্তন এমন আভাস পাওয়া গেছে। কলকাতার একাদশে বিদেশি চার ক্রিকেটার ইয়ন মর'গান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স এবং সাকিব আল হাসান থাকছেন সেটা নিশ্চিত। তবে এই দলে পরিবর্তন আসতে পারে দেশি ক্রিকেটারদের মধ্যে।

আসরে এখন পর্যন্ত দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে স্পিনার হরভজন সিংকে দিয়ে করানো হয়েছিল মাত্র ১ ওভার। সেই ওভারে ৮ রান খরচ করলে পরবর্তিতে আর কোন ওভার করানো হয়নি তাকে। শুধু তাই নয়, ব্যাট হাতেও হরভজন নামতে পারেননি মাঠে।

অন্যদিকে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নাইটরা মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। যেখানে 'হতাশাজনক পারফরম্যান্স ছিল দানহাতি এই স্পিনারের। এই ম্যাচেও নিজের কোটার ৪ ওভার পূর্ন করতে পারেননি হরভজন। মাত্র ২ ওভারে ১৭ রান খরচ করেন হরভজন যা ছিল অনায়ন্য বোলারদের তুলনায় অনেকটাই বেশি খরচ।

ব্যাট হাতেও খুব বেশি সুবিধা করতে পারেননি এই ম্যাচে। এমন পারফরম্যান্সের পর হরভজনের বিকল্প একজনকে দলে নিতে পারে কলকাতা। এক্ষেত্রে একাদশে অন্তর্ভূক্তি 'হতে পারে কুলদিপ যাদবের নাম। প্রথম দুই ম্যাচের একাদশে না থাকলেও কলকাতার স্কোয়াডে থাকা যাদবকে ঘিরে বাড়তি পরিকল্পনা রয়েছে দলটির।

তাই তৃতীয় ম্যাচের একাদশে হরভজনকে একাদশের বাইরে রেখেই দল সজাতে পারে টিম ম্যানেজমেন্ট। প্রস'ঙ্গত, আইপিএলের এবারের আসিরে কলকাতার নামের পাশে রয়েছে দুই পয়েন্ট। এক জয়ের বিপরিতে এক হার তাদের। এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে নতুন করে পয়েন্ট টেবিলে অবস্থান শক্ত করতে চাইবে শাহরুখ খানের দল।

এক নজরে কলকাতার সম্ভাব্য সেরা একাদশ নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর'গান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, প্র'শিধ কৃষ্ণা, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ