ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তান ক্রিকেট বোর্ড সকল দাবি মেনে নিলো ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৭ ১৯:২৪:২০
পাকিস্তান ক্রিকেট বোর্ড সকল দাবি মেনে নিলো ভারত

অবশেষে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দিতে রাজি হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সমর্থকরা ভারতে খেলা দেখতে আসতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

বিশ্বকাপের জন্য পাক ক্রিকেটারদের ভিসা মঞ্জুর করতে সম্মত হয়েছে ভারত। ফলে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলের ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে কোনো বাধা থাকলো না।

আইসিসির অ্যাপেক্স কাউন্সিলকে এমনটাই জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তিনি বলেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের ভিসার বিষয়টি মিটে গেছে। তবে সমর্থকরা বর্ডার পেরিয়ে ভারতে খেলা দেখতে পারবে কি না, তা এখনও ঠিক হয়নি। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিষয়টি মিটে যাবে বলে আমরা আইসিসিকে আশ্বাস্ত করেছি।’

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি জানিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে সমস্ত প্রোটোকল মেনে। এমনটা না-হলে টুর্নামেন্টে অন্যত্র সরাতে হবে। তিনি আরও জানিয়েছিলেন, আইসিসিকে তাদের লিখিত আশ্বাস দিতে হবে যে, ভারত তাদের ক্রিকেটারদের যথা সময়ে ভিসা মঞ্জুর করবে।

কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে মানি বলেছিলেন, ‘আমি বোর্ডকে জানিয়েছিলাম, ৩১ ডিসেম্বরের মধ্যে ভিসার দেওয়ার বিষয়ে বিসিসিআই আশ্বাস দেবে; কিন্তু এমনটা হয়নি কারণ, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলন। তবে এ বিষয়টি নিয়ে আমি আইসিসির সঙ্গে কথা বলেছি। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের মধ্যে লিখিত আশ্বাস দেওয়া হবে।’

তিনি আরও বলেছিলেন, ‘সব প্রোটকল মেনে আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাব। অথবা টুর্নামেন্ট অন্যত্র সরাতে হবে।’ তিনি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট দল, সমর্থক এবং সাংবাদিকদের ভিসা মঞ্জুর করা হবে এই মর্মে লিখিত আশ্বাস চায় পিসিবি।

রাজনৈতিক টানাপোড়েনের কারণে দু’দেশের মধ্যে দীর্ঘদিন দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। তবে এবারের বিশ্বকাপ হবে ভারতের আটটি শহরে। দিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দরাবাদ, ধর্মশালা এবং আহমেদাবাদে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা রয়েছে বিশ্বের সবচেয়ে বড় আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ