ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ভক্তদের বিশাল দু:সংবাদ দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৭ ১৬:১২:৩৭
ভক্তদের বিশাল দু:সংবাদ দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

এ বছর জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে এসেছিল ইংল্যান্ড। দুই টেস্ট ম্যাচের দুইটিতেই জয় পেয়েছিল সফরকারীরা। ঐ সিরিজে ছিল না কোনো দর্শক এবং সাংবাদিক। তবে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজে দর্শক না থাকলেও প্রবেশাধিকার পেয়েছেন সাংবাদিকরা।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ব্যবস্থাপনা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা ডি সিলভা বলেন, “আমরা তাদের (সাংবাদিকদের) জন্য ধীরে ধীরে সুযোগ করে দিচ্ছি। তারা মাঠে আসতে পারবে এবং প্রতিদিনই টেস্ট ম্যাচ কাভার করতে পারবে।”

এছাড়া প্রতিদিন উপস্থিত সাংবাদিকদের এন্টিজেন টেস্ট করা হবে বলে জানিয়েছেন তিনি। এ টেস্টের সকল খরচ বহন করবে শ্রীলঙ্কা ক্রিকেট। যদিও মাঠে দর্শক থাকছেন না কোনো দর্শক।

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে ২৯ এপ্রিল। দুইটি ম্যাচই পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল।

শনিবার প্রাথমিক দলের সদস্যরা লাল দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এ দুই দিনের প্রস্তুতি ম্যাচের চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ।

এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ। সেখানে নিজেদের শততম টেস্টে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়েছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ