ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ৯ ভেন্যুতে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৭ ১১:৩৫:৩৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ৯ ভেন্যুতে

ভারতের করোনা পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে সবচেয়ে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, প্রতিদিন লক্ষাধিক আক্রান্তের পাশাপাশি মৃত্যু হচ্ছে হাজারেরও বেশি মানুষের। এমন প্রেক্ষাপটে যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই শঙ্কা থাকছে, সেখানে সেই শঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিলো বিসিসিআই।

এবারের আইপিএল অনুষ্ঠিত হচ্ছে ৬টি ভেন্যুতে, সেই হিসেবে বিশ্বকাপও সেই ৬ ভেন্যুতেই আয়োজনের আলোচনা ছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যার আধিক্যের কারণে সেই চিন্তাভাবনা থেকে সরে এসে আইপিএলের ৬ ভেন্যুর সাথে আরও ৩টি ভেন্যু যুক্ত করা হচ্ছে।

মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর, আহমেদাবাদের সাথে ভেন্যু তালিকায় যুক্ত হচ্ছে ধর্মশালা, হায়দ্রাবাদ ও লক্ষ্ণৌ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু তালিকায় নাগপুর ও মোহালি থাকলেও এবার এই দুই ভেন্যুতে ম্যাচ আয়োজন করছে না ভারত। ভেন্যু তালিকা চূড়ান্ত করে আইসিসির কাছে পাঠানো হয়েছে, অনুমোদনের অপেক্ষায় আছে বিসিসিআই।

তবে করোনা পরিস্থিতি ও জৈব সুরক্ষিত প্রটোকলের কারণে এতগুলো ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের অনুমতি আইসিসি দিবে কি-না সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। কারণ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি মনে করছে কম ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনে ঝুঁকিও কম থাকবে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে বিশ্বকাপের ফাইনালের জন্য চূড়ান্ত করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ