ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আবারও মাঠেই প্রাণ গেল ক্রিকেটারের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৬ ২৩:৫৬:৫১
আবারও মাঠেই প্রাণ গেল ক্রিকেটারের

ভারতের উত্তর প্রদেশের গাজীয়াবাদে একটি প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ফাস্ট বোলার বল করার পর গতি নিয়ন্ত্রণ করার পূর্বেই ব্যাটসম্যানের খেলা শট দ্রুত গতিতে এসে আঘাত করে বোলারের মাথায়। আর সাথেই চিতকার করে মাটিতে লুটিয়ে পড়েন এই বোলার। হাসপাতালে নেয়ার আগেই প্রাণ হারান তিনি।

ক্রিকেট মাঠে প্রাণ যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে শিন অ্যাবটের বাউন্সার প্রাণ কেড়ে নিয়েছিল অজি টপ অর্ডার ব্যাটসম্যান ফিল হিউজের। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর শেফিল্ড শিল্ডে ৬৩ রানে ব্যাট করছিলেন হিউজ।

তখন অ্যাবটের করা বাউন্সার আঘাত করে হিউজের মাথার পিছনের অংশে। হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হলেও প্রাণ বাচানো যায়নি হিউজের। ২০১৪ সালে অকাল মৃত্যু হয় এই ইয়াং স্টারের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ