এইমাত্র শেষ হলো দক্ষিন আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ

ফলে ৮ বলে পাকিস্তানের প্রয়োজন দাঁড়ায় সেই ১৬ রানই। হাতে এবার ৩ উইকেট। ম্যাচে তখন উত্তেজনা চরমে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম আর কোচ মিসবাহ উল হকেরও চোখমুখ অন্ধকার হয়ে গিয়েছিল। স্বীকৃত ব্যাটসম্যান বলতে যে তখন ক্রিজে কেবল মোহাম্মদ নওয়াজ।
সেই নওয়াজের ব্যাটে চড়েই শেষ ওভারে এসে রোমাঞ্চকর এক জয় পেল পাকিস্তান। ইনিংসের এক বল বাকি থাকতে ছক্কা মেরে ম্যাচ জেতান নওয়াজ। ৩ উইকেটের এই জয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতল বাবর আজমের দল।
উত্তেজনাকর মুহূর্তে ভুল করেছেন মাগালাই, যিনি ১৯তম ওভারে এসে প্রথম চারটি বল ডট দিয়েছিলেন। পঞ্চম ডেলিভারিতে 'নো-বল' দিয়ে বসেন এই পেসার। ফ্রি-হিটে আবার আটকে দেন, মাত্র এক রান নিতে পারেন হাসান আলি।
কিন্তু ওই ফ্রি-হিট ডেলিভারিটিও ছিল 'নো-বল'। কপালগুণে আরেকটি ফ্রি-হিট পেয়ে যায় পাকিস্তান। এবার নওয়াজ ঠিকই ছক্কা হাঁকিয়ে বসেন। ওই ছক্কাতেই বলতে গেলে আশা শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। শেষ ওভারে পাকিস্তানের দরকার পড়ে ৬ রান।
তবে উত্তেজনা তখনও বাকি ছিল। লিজাদ উইলিয়ামসের করা ইনিংসের শেষ ওভারের প্রথম ৪ বলে মোটে ৪ রানই নিতে পারে পাকিস্তান। শেষ ২ বলে দরকার ২। মিস করলে বা আউট হয়ে গেলে হারের শঙ্কাও আছে। টানটান উত্তেজনা তখন। এমন অবস্থানে দাঁড়িয়ে পঞ্চম ডেলিভারিটি ছক্কা হাঁকিয়ে বসেন নওয়াজ, জল ঢেলে দেন প্রোটিয়াদের স্বপ্নে।
নওয়াজের ২১ বলে ২৫ রানের ইনিংসটি খুব বড় না হলেও আসলে ম্যাচের সবচেয়ে সুন্দর ইনিংস ছিল এটিই। এর আগে ফাখর জামান ৩৪ বলে ৬০ আর বাবর আজম ২৩ বলে ২৪ করলেও বাকিদের ব্যর্থতায় একটা সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাকিস্তান। ১ উইকেটে ৯২ থেকে ৬ উইকেটে ১১৫ রানে পরিণত হয় সফরকারিরা।
এর আগে পাকিস্তানি বোলারদের তোপে হঠাৎ ইনিংস ধস হয়েছিল দক্ষিণ আফ্রিকারও। টপ অর্ডারের জানেমন মালান ২৮ বলে ৩৩, রসি ভ্যান ডার ডাসেন ৩৬ বলে ৫২ করার পরও পুঁজিটা বড় হয়নি স্বাগতিকদের। ২ উইকেটে ১০৯ থেকে ১৩ রান তুলতে গিয়ে আরও ৫টি উইকেট হারিয়ে বসে তারা। যে ধাক্কার পর ইনিংসের ৩ বল বাকি থাকতে ১৪৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ফাহিম আশরাফ ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। হাসান আলি ৩ উইকেট পেলেও ছিলেন খরুচে (৪ ওভারে ৪০)। ১৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন আরেক পেসার হারিস রউফ।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- আজকের সৌদি রিয়াল রেট (২১ এপ্রিল ২০২৫)
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত