ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

জেনেনিন আইপিএলে প্রতি ম্যাচে কত লক্ষ টাকা পান সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ১৬ ২২:৫৩:৩৫
জেনেনিন আইপিএলে প্রতি ম্যাচে কত লক্ষ টাকা পান সাকিব

টুর্নামেন্ট শুরুর আগে নিলাম থেকে নতুন করে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে দীর্ঘ সময় কলকাতাকে সার্ভিস দেয়া সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে আবারও দলে নেয় তারা। কলকাতার হয়ে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেও ফেলেছেন সাকিব। যদিও দ্বিতীয় ম্যাচে বল হাতে ভালো করা ছাড়া তেমন কিছুই করতে পারেননি।

আইপিএলের এবারের আসরে সাকিব আল হাসান প্রতিটি ম্যাচ খেলার জন্য আসলে কত টাকা পাবেন? ম্যাচে পারফরম্যান্স যেমনই করুক এবারের আসরে সাকিব কত তাকা পাবেন প্রতি মাচের জন্য সেটা এবার দেখে নেয়া যাক।

সাকিবকে নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়ার কারনে কলকাতার জার্সিতে যদি সাকিব গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে মাঠে নামেন তাহলে তিনি প্রতি ম্যাচের জন্য পাবেন ২২ লাখ ৮৫ হাজার টাকা করে।

সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স যদি কোয়ালিফাই করতে না পারে তাহলে এর আগেই বিদায় নিতে হবে। এক্ষেত্রে হয়তো ম্যাচ ফি কিছুটা কমে আসতে পারে তিনি সহ গোটা দলেরই। কোয়ালিফাই রাউন্ডের আগে বাদ পড়লে সাকিব প্রতি ম্যাচে জন্য পাবেন প্রায় ২১ লক্ষ ৩২ হাজার তাকা।

অন্যদিকে টুর্নামেন্টের প্লে অফ কিংবা কোয়ালিফায়ার ম্যাচ পর্যন্ত যদি খেলতে পারে দল তাহলে আইপিএল কর্তৃপক্ষ প্রতিটি দলের প্লেয়ারদের জন্য রাখে বাড়তি প্রাইজ মানি।

শুধু তাই নয়, ফাইনাল জেতা দলের অকল ক্রিকেটারদেরও দেয়া হয়ে থাকে মোটা অঙ্কের টাকা। শেষ পর্যন্ত নিয়াম থেকে পাওয়া অর্থ ছাড়া অতিরিক্ত কোনো অর্থ পায় কিনা সাকিবরা সেটা নির্ভর করবে কোয়ালিফাই করতে পারে কিনা তার উপর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ