ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের দারুন সুখবর

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মার্চ ২৩ ২৩:৫০:৫৪
মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের দারুন সুখবর

শাহ। ৯ মার্চ দেশটির ৩১ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেন নব নিযুক্ত প্রধানমন্ত্রী।মন্ত্রিসভায় মানবসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দাতুক সেরি এম সারভানান। বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয়ে তিনি কাজে যোগ

দেন। এদিন তিনি এক সংবাদ সম্মেলনে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।সংবাদ সম্মেলনে দাতুক সেরি এম সারভানান জানান, বর্তমানে বিদেশি কর্মীরা শ্র’মবা’জারে আমাদের যু’বকদের সঙ্গে প্রতিযোগিতা করছে, এটি উদ্বে’গের।

যুব বেকার ও চাকরির অ’ভা’ব সম্পর্কিত স’ম’স্যা স’মাধানে তিনি অবিলম্বে কাজ শুরু করার কথাও জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি আওয়াং হাশিম, মন্ত্রীর সেক্রেটারি-জেনারেল দাতুক আমির ওমর এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাভানান জানান, মন্ত্রণালয় এবং ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে সম্পর্ক জোর’দার করার দিকেও মনোনিবেশ করা হবে। যে স”ম্পর্ক এখন বিদ্যমান তা স’ন্তো’ষজনক নয় বলে মনে করা হয়।

তিনি আরও জানান, এই বিষয়ে বিচক্ষণ দৃষ্টিভঙ্গি নেয়া হবে এবং শ্রমিকদের কল্যাণ ও ইউনিয়নসমূহের অধিকার সম্পর্কিত বিষয়গুলোর সর্বো’ত্তম সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। এদিকে মালয়েশিয়ার ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (এমটিইউসি) সেক্রেটারি-জেনারেল জে সলোমন সরকারের এই ইতিবাচক মনোভাবকে ধন্যবাদ জানিয়ে বলেন,

ইউনিয়ন বিশ্বাস করে মন্ত্রণালয় এ দু’পক্ষের মধ্যে সম্পর্ক বাড়ানোর বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আরও পড়ুনঃ ক্ষমতা ছেড়ে ৯৪ বছর বয়সে সাইকেল চালাচ্ছে মালয়েশিয়ার রূপকার সলোমন সাংবাদিকদের বলেন, এমটিইউসি আশা করেছে মন্ত্রী শ্রমিক ও ইউনিয়নের অ’ধিকার রক্ষা, শ্র’মিকদের বেঁ’চে থাকার ল’ড়া’ই এবং মালয়েশিয়ার আয়ের ব্যবধান কমানোর ক্ষেত্রে সহায়ক পদক্ষেপ গ্রহণ করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে