ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

বিমান ভ্রমনের সময় যে কাজ গুলো মোটেও করবেন না করলে হতে পারে ২০ বছরের জেল

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মার্চ ১৭ ২৩:৪৬:১৮
বিমান ভ্রমনের সময় যে কাজ গুলো মোটেও করবেন না করলে হতে পারে ২০ বছরের জেল

পরে এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে যায় আলাস্কা এয়ারলাইন্স। বলা হচ্ছে, আদালতে ল্যান্ডন গ্রিয়ের দোষী সাব্যস্ত হলে ২০ বছর শ্রীঘরে কাটাতে হবে তাকে। অভিযোগ রয়েছে, তিনি শুধু প্রস্রাবই করেননি বিমানকর্মীদের সঙ্গে নানাভাবে দুর্ব্যবহারও করেছেন। এরই মধ্যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে ডেনভারের দায়রা আদালতে।

বিষয়টি নিয়ে গ্রেফতার হওয়ার পর ল্যান্ডন গ্রিয়ের জানায়, ফ্লাইটে ওঠার আগে অনেক মদপান করেছিল সে। চারটা বিয়ার এবং সেই সঙ্গে হুইস্কির দুটো 'শট'। ল্যান্ডনের দাবি, অপকর্ম করার সময় হুঁশে ছিলেন না তিনি। এমনকী বিমানকর্মীর গায়ে হাত তোলার কথাও মনে নেই তার। যা হয়েছে তা নেশার ঘোরে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে