ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: বিমান আছড়ে পড়ল রাজশাহীর এক ক্ষেতে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মার্চ ১৬ ১৬:৩৮:০২
ব্রেকিং নিউজ: বিমান আছড়ে পড়ল রাজশাহীর এক ক্ষেতে

চেসনা-১৫২ মডেলের বিমানটি বাংলাদেশ ফ্লাইং ক্লাবের।

সূত্র জানায়, রাজশাহীর হযরত শাহমখদুম রহ: বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালায়। মঙ্গলবার দুপুরে এই বিমানবন্দর থেকেই বিমানটি ওড়ে। তানোরে গিয়ে সেটি আলু ক্ষেতে আছড়ে পড়ে।

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তার সাথে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ।

ক্যাপ্টেন মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, আমরা সুস্থ আছি। আমরা ঘটনাস্থলেই আছি। কীভাবে, কেন দুর্ঘটনা ঘটেছে- সেসব বিষয়ে পরে কথা বলা যাবে বলে জানান তিনি।

এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরেই ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙ্গে পড়ে। তবে কেউ হতাহত হননি।

এ ছাড়াও ২০১৫ সালে এই সংস্থার একটি বিমান রাজশাহী বিমানবন্দরে আছড়ে পড়ে। এতে নারী প্রশিক্ষণার্থী নিহত হন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে