ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: নতুন টি-২০ টুর্নামেন্টে খেলবে শোয়েব মালিক আফ্রিদ ও হাফিজরা

২০২১ মার্চ ১০ ১৪:৫১:৫১
ব্রেকিং নিউজ: নতুন টি-২০ টুর্নামেন্টে খেলবে শোয়েব মালিক আফ্রিদ ও হাফিজরা

এ বছর মে মাসের ১৬ তারিখ কাশ্মীরের ছয়টি দল নিয়ে শুরু হবে এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। তার আগে ২৪ মার্চ হবে প্লেয়ার ড্রাফট।ছয়টি দলের পাঁচটিই অংশ নেবে আজাদ জম্মু ও কাশ্মীর থেকে। অন্যটি কাশ্মীরি দিয়াসপোরাদের অর্থাৎ কাশ্মীর থেকে অন্য কোথাও আশ্রয় নেওয়া বাসিন্দাদের নিয়ে গড়া দল।

টুর্নামেন্টের ছয়টি দল হচ্ছে মুজাফফরাবাদ টাইগার্স, মিরপুর রয়্যালস, কোটলি প্যানথারস, রাওয়ালাকোট হকস, বাগ স্ট্যালিয়নস ও ওভারসিস ওয়ারিয়র্স। ইতোমধ্যে মিরপুর রয়েলসের আইকন হিসেবে শোয়েব মালিকের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও মোজাফফরাবাদের আইকন হয়েছেন শহীদ আফ্রিদি। মোহাম্মদ হাফিজ এবং সরফরাজ হয়েছেন যথাক্রমে কোটলি প্যান্থার্স এবং ওভারাসিজ ওয়ারিয়র্সের আইকন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে