ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আর কখনো ক্রিকেটে ফিরবেন কিনা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যা বললেন মাশরাফি

২০২১ মার্চ ০৬ ১১:২৩:০৭
আর কখনো ক্রিকেটে ফিরবেন কিনা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যা বললেন মাশরাফি

তবে মাশরাফির মননে এখনও আছে মাঠের খেলা। জাতীয় দলে ব্রাত্য থাকলেও ঘরোয়া ক্রিকেট শুরু হলে ফের ফিরবেন মাঠে। বিপিএল ও প্রিমিয়ার লিগে খেলে আসছেন নিয়মিতই। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ালে তাই মাঠে দেখা যাবে মাশরাফিকেও। তার আগে প্রস্তুতিটা একান্তই ব্যক্তিগত।

শুক্রবার (৫ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে মাশরাফি বলেন, ‘ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করোনার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, তাই আমার মনে হয় না এখন কারও কাছেই কোনো পরিকল্পনা আছে। তাই বিসিবি থেকে যদি কোনো পরিকল্পনা আসে, তারপরে হয়ত…’

মাশরাফির প্রস্তুতি তাই এখন ব্যক্তিগতভাবেই। ডিপিএল বা বিপিএল শুরু হতে দেরি আছে অনেক, তাই ক্রিকেটে তাড়াহুড়া নেই নড়াইল এক্সপ্রেসের, ‘এখন আলাদাভাবে প্রত্যেকটা খেলোয়াড় দেখেন নিজের মত করেই প্রস্তুতি নিচ্ছে। আশা করছি ইনশাআল্লাহ সামনে ঘরোয়া ক্রিকেট পুরোদমে শুরু হবে, যেহেতু সামনেই হতে যাচ্ছে এনসিএল। তারপর দেখা যাক।’

খেলার চাপ এখন কম বলে অনেকে মাশরাফিকে দেখতে চান লঙ্গার ভার্শনেও। তবে তার আপাতত এনসিএল বা বিসিএলের মত আসরে খেলার ভাবনা নেই।

মাশরাফি বলেন, ‘না আমি এখনও চিন্তাভাবনা করিনি, এখনও প্রস্তুতি নেই। তো দেখা যাক। এনসিএল তো চারদিনের খেলা, তো শুরুর দিকে হয়তো বা চিন্তা নাই… দেখা যাক।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে