ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশকে দারুন সুখবর দিলো সৌদিআরব

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মার্চ ০৫ ২৩:৪৯:০৩
বাংলাদেশকে দারুন সুখবর দিলো সৌদিআরব

আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক’ ছিল জনশ’ক্তি রফতানি কেন্দ্রিক। সম্প্রতিককালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌ’থ বিনি’য়োগে ব্যবসা’য়িক কা’র্যক্রম শুরু হয়েছে। হা’রফি বাংলাদেশ তারই অংশ। আমরা

মনে করছি, সউদী আরব বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে। আমরাও এ দিক থেকে গিয়ে সউদী আরবে বিনিয়োগ করবো। তিনি হারফি বাংলাদেশ দ্রুত সময়ে জনপ্রিয় ওঠার পেছনে এর চেয়ারম্যান বীর মুক্তিযো’দ্ধা মোহাম্মদ আবদুল হাইয়ের ব্যবসায়িক দক্ষ’তার কথা উল্লেখ করে বলেন, শিগগিরই হারফির আরও আউটলেট উদ্বোধনের অপেক্ষায় রইলাম। আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডীর ১৬ নম্বর সড়কে (পুরাতন ২৭) সৌদি আরবের জনপ্রিয় ফাস্টফুড ব্রান্ড ‘হা’রফি’ এর ৫ম শাখার উদ্বো’ধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ব’ক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী এসব্ কথা বলেন।

বাংলাদেশে স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ফাস্টফুড ব্রা’ন্ডটির পঞ্চম শাখার ফিতা কেটে উ’দ্বো’ধন করেন বাংলাদেশে সৌদি আরবের রা’ষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। গ্রীনল্যান্ড গ্রুপ ও হারফি বাংলাদেশ লিমিডেট এর চেয়ারম্যান বীর মুক্তিযো’দ্ধা মোহাম্মদ আবদুল হাই অনুষ্ঠানে স্বাগত ব’ক্তব্য রাখেন। এ আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্ত’ব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন ও হারফি বাংলাদেশের নির্বাহী পরিচালক আবদুল গনি।

উপস্থিত ছিলেন সংসদ সদস্য লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব.) (ফেনী-৩)সহ সমাজের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ। সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, হারফি সৌদি আরবের একটি ফাস্ট’ফুড ব্রান্ড। এর প্রোডাক্ট শতভাগ হা”লাল। তিনি বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক বহুমাত্রিক। এছাড়া সৌদি ভিশন-২০৩০ এর আওতায় বাংলাদেশের যে কোন বিনিয়োগকে সৌদি ‘আরব স্বাগত জানাবে। তিনি বাংলাদেশে গ্রীনল্যা’ন্ড গ্রুপের অ’ধীনে হা’রফির সফলতা কামনা করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে