ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বেন স্টোকসের সাথে কোহলির আচরন দেখে অবাক ক্রিকেট বিশ্ব

২০২১ মার্চ ০৪ ১৬:১৭:৪১
বেন স্টোকসের সাথে কোহলির আচরন দেখে অবাক ক্রিকেট বিশ্ব

যার উত্তাপ ছড়িয়ে পড়েছে খেলোয়াড়দের মাঝেও। প্রথম দিনের সকালেই অলরাউন্ডার বেন স্টোকসের সাথে বেধে গেল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। জড়িয়েছেন বাক-বিতণ্ডায়। ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। আর প্রথমদিনের শুরুতে কথা কাটাকাটি করতে দেখা যায় এই দুই তারকাকে। ইনিংসের ১৩তম ওভারে মোহাম্মদ সিরাজের ওভারে কঠিন একটি বাউন্সার দারুণ ভাবে খেলেন স্টোকস। এরপরই মুখ খুলে কিছু কথা বলতে দেখা যায় স্টোকসকে।

বোলার মোহাম্মদ সিরিজ বিষয়টি গায়ে না মাখলেও স্টোকসের এই ব্যপারটি ভালো ঠেকেনি ভারতীয় অধিনায়কের। স্টোকসের মুখোমুখি হয়ে অনেকক্ষণ কথা কাটাকাটিও করেন তিনি। পরে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন আম্পায়ার এবং নন-স্ট্রাইকার জনি বেয়ারস্টো।

আহমেদাবাদের টার্নিং উইকেটে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই সফরকারীরা। এইই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫৪ রান করতে গিয়ে ৫ উইকেট হারিয়েছে জো রুটের দল। স্কোর বোর্ডে ৩০ রান যোগ করতে গিয়েই ফিরে যান তিন ইংলিশ ব্যাটসম্যান। বেয়ারস্টো-স্টোকস জুটি ৪৮ রান যোগ করে শুরুর ধাক্কা সামাল দিলেও দলীয় ১২১ রানের মাথায় ৫ম উইকেট হারায় ইংল্যান্ড।

৬ষ্ঠ উইকেট জুটিতে ৩৪ রান যোগ করে উইকেটে আছেন ওলে পোপ (২৩) এবং ড্যানিয়েল লরেন্স (২৩)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে