ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

সৌদি জাওয়াজাত থেকে দারুণ সুযোগ দিলো প্রবাসীদের

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ ফেব্রুয়ারি ২৭ ২১:২৩:১৫
সৌদি জাওয়াজাত থেকে দারুণ সুযোগ দিলো প্রবাসীদের

অর্থাৎ আগে যেখানে একবছরের ইকামা এক সাথে করতে হতো এখন সেটা তিন মাসের করে নবায়ন করা যাবে ৷

এখন থেকে ইকামা করলে ৩ মাসের ও করা যাবে, যেমন, আপনি মার্চে দেশে চলে যাবেন কিন্তু জানুয়ারি মাসেই আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তো আপনার এক্সিট লাগানোর জন্য আগে পুরো বছরের ইকামা করা লাগত, এখন থেকে চাইলে ৩ মাসের রিনিও করে আপনি এক্সিট / ছুটি লাগাতে পারবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে