ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে আইসিসির নজরদারিতে ‘৩’ টাইগার ক্রিকেটার

২০২১ ফেব্রুয়ারি ১৯ ১৩:৪৫:৪৮
ব্রেকিং নিউজ: ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে আইসিসির নজরদারিতে ‘৩’ টাইগার ক্রিকেটার

এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টি-টেন লিগের সর্বশেষ আসরে পারফরম্যান্স ও আচরণ যাচাই করে আইসিসির দুর্নীতি দমন বিভাগ বা আকসুর নজরদারিতে রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। এই পাঁচ ক্রিকেটারের মধ্যে তিনজনই বাংলাদেশের। তারা হলেন- পুনে ডেভিলসের মনির হোসেন এবং মারাঠা অ্যারাবিয়ান্সের মুক্তার আলী ও সোহাগ গাজী। প্রসঙ্গত, পুনে ডেভিলসের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের নাসির হোসেন এবং মারাঠা অ্যারাবিয়ান্সের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রতিবেদনটি জানিয়েছে, মনির পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও (হাতে ব্যথা নিয়ে) শেষ ম্যাচে অংশ নিয়েছিলেন, বোলিংও করেছিলেন। সোহাগ গাজী দল পেয়েছেন প্লেয়ার্স ড্রাফটে না থেকেই। এসব আচরণকে সন্দেহজনক মনে হয়েছে আকসুর। খোঁজ নেওয়া হচ্ছে তাদের এজেন্টের, ঘাঁটা হচ্ছে মুঠোফোন।

টি-টেনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, সন্দেহের তীর মারাঠা অ্যারাবিয়ান্সের বোলিংয়ের দিকে। মোসাদ্দেকের নেতৃত্বে এই দলে খেলেছেন মুক্তার আলী ও সোহাগ গাজী।

মুক্তার ও মনিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে সোহাগ গাজী দাবি করলেন, দলে থাকা অবস্থায় জুয়াড়ির সাথে যোগসাজশের কোনো সুযোগই নেই। বরং ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগ ওঠার কারণে। একইসাথে তার পারফরম্যান্স যাচাইয়েরও আহ্বান জানিয়েছেন। আকসু বা দুর্নীতি দমন বিভাগের কেউই তার সাথে যোগাযোগ করেননি। তাই অভিযোগও অবান্তর বলে দাবি জাতীয় দলে খেলা এই অলরাউন্ডারের।

সোহাগ গাজী বলেন, ‘আমাকে তো কোনো দিন জিজ্ঞাসাবাদই করা হয়নি, আকসুর পক্ষ থেকে কোনো যোগাযোগও করা হয়নি। তাহলে কেন অভিযোগ তুলছেন? আমরা ওখানে সারাক্ষণ বায়োবাবলে ছিলাম। না পেরেছি কোথাও যেতে, না পেরেছি বাইরের কারও সাথে কথা বলতে। দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা সাথেই ছিলেন। আকসুর সাথে কথা বলে মিটিং করে তারপর এখান থেকে খেলতে গিয়েছি। কিন্তু যেভাবে খবর প্রচার করা হচ্ছে তা তো উচিৎ নয়।’ গাজী জানান, ‘সন্দেহের তালিকায় কারা থাকে? যাদের জিজ্ঞাসাবাদ বা এমন কিছুর জন্য ডাকা হয়। আমি ওখানে খেলেছি ৪টি ম্যাচ। এক ম্যাচে বোলিং-ব্যাটিং করা লাগেনি। বাকি ৩ ম্যাচের পারফরম্যান্স দেখুন। কীভাবে এই অভিযোগ ওঠে?’

ভালোভাবে যাচাই না করেই অভিযোগ তোলা হচ্ছে এবং খবর প্রচার করা হচ্ছে দাবি করে গাজী আরও বলেন, ‘আকসু থেকে কোনো যোগাযোগ করা হয়নি। গিয়েছি, খেলেছি, চলে এসেছি। আমাদের কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাহলে কেন অভিযোগ উঠবে? পারফরম্যান্স দেখেও তো বোঝা যায়। যদি এমন কিছু হত, আমাদের আগে আপনারাই জানতে পারতেন। যেভাবে খবর প্রচার করা হচ্ছে, মনে হয়েছে খবর প্রচারের আগে আমার সাথে ১ ঘণ্টা কথা হয়েছে। অথচ ১-২ মিনিট কথা হয়েছে কেবল। এসব করলে আমরা কীভাবে আপনাদের সাথে কথা বলবো?’

আবুধাবি টি-টেন লিগ যেন ফিক্সিংয়ের আঁতুড়ঘর। অতীতেও ফিক্সিংয়ের কারণে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে এই টুর্নামেন্ট। সাকিব আল হাসানকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়ে ফাঁসিয়েছিলেন যে জুয়াড়ি, সেই দীপক আগারওয়াল এই টুর্নামেন্টের প্রথম সংস্করণে সিন্ধ দলের মালিক ছিলেন। যদিও ফিক্সিং সংশ্লিষ্টতায় তাকে নিষিদ্ধ করা হয়। এবার টি-টেন লিগে অংশ নিয়েছিলেন ৭ জন বাংলাদেশি ক্রিকেটার। তারা খেলতে যাওয়ার আগে স্বভাবতই তাই শঙ্কা জেগেছিল। তখন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিডিক্রিকটাইমকে বলেছিলেন, ‘গাইডলাইন আমরা বয়সভিত্তিক ক্রিকেট থেকে দিতে থাকি। যখন ওরা সিক্সটিনে, এইটিনে, নাইনটিনে খেলে- তখন থেকেই আমরা গাইডলাইনগুলো দিয়ে থাকি। এটা নিয়ে তাদের সবসময় ব্রিফ দেওয়া হয়। পা দিয়ে ফেললে এটা তাদের সমস্যা। আমাদের সমস্যা না। দায়দায়িত্ব শতভাগ তাদের।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে