ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: শচীনকে নিয়ে গুরুতর অভিযোগ করলেন অন্যতম সফল অধিনায়ক ধোনি

২০২১ ফেব্রুয়ারি ১৬ ২০:৫৬:০২
ব্রেকিং নিউজ: শচীনকে নিয়ে গুরুতর অভিযোগ করলেন অন্যতম সফল অধিনায়ক ধোনি

ভারতকে ২০০৭ টি-২০ বিশ্বকাপ জেতানোর পর দেশের অন্যতম বড় তারকা হয়ে উঠেছিলেন ধোনি। ২০০৮ সালে প্রথম আইপিএলের নিলামে তাকে পাওয়ার জন্য লড়াইয়ে ছিল অনেক দলই। এই উইকেটকিপার ব্যাটসম্যানকে কিনতে মুম্বাই এবং চেন্নাইয়ের মধ্যে শেষ অবধি বেশ লড়াই চলেছিল।

এই লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানে মুম্বাই। দলটির ‘আইকন’ ক্রিকেটার ছিলেন শচীন। নিয়ম অনুযায়ী দলের সব চেয়ে দামি ক্রিকেটারের থেকে আইকন ক্রিকেটারকে ১৫ শতাংশ বেশি পারিশ্রমিক দিতে হয়। ২০০৮ সালে চেন্নাই ধোনিকে ১১ কোটি ৩৩ লক্ষ টাকায় কিনেছিল।

মুম্বাই সেই দামে কিনলে শচীনকে আরো ১৫ শতাংশ বেশি দিতে হতো। স্বাভাবিকভাবেই তখন বাকি দল তৈরি করতে মুম্বাইকে সমস্যায় পড়তে হতো। চেন্নাইয়ের কোনো আইকন ক্রিকেটার না থাকায় সেবারের নিলামে সুবিধা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের আইকন ছিলেন সৌরভ গাঙ্গুলি,

কিংস ইলেভেন পাঞ্জাবের ছিলেন যুবরাজ সিং, দিল্লি ডেয়ারডেভিলসের বীরেন্দ্র শেবাগ। ধোনি রাঁচির ক্রিকেটার হওয়ায় কোনো দল তাকে আইকন হিসেবে দলে নিতে পারেনি। এই সুযোগ কাজে লাগিয়েছিল চেন্নাই। আজও তিনি সেই দলেই রয়েছেন। ধোনির হাত ধরেই সিএসকে ৩ বার আইপিএল জিতেছে। দলটির জন্য এখনো ধোনিই শেষ কথা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে