ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

এইমাত্র পাওয়া: টেস্ট সিরিজ হারের পর যাদেরকে দল থেকে বাদ দিচ্ছেন জানিয়ে দিলেন পাপন

২০২১ ফেব্রুয়ারি ১৫ ১৪:৪৪:৩৯
এইমাত্র পাওয়া: টেস্ট সিরিজ হারের পর যাদেরকে দল থেকে বাদ দিচ্ছেন জানিয়ে দিলেন পাপন

তুলনামূলক নবীন দলের সামনে বাংলাদেশ দলকে লজ্জা পেতে হয়েছে ঘরের মাঠে। ৯ বছর আগে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হবার দুঃস্মৃতির পুনরাবৃত্তি দেখার পর নাজমুল হাসান পাপন জানালেন এমন হারের কারনে জবাবদি করতে হবে দলের কোচ এবং ক্রিকেটারদের।

পাপন বলেন, ‘’এই টেস্টে ১ম ইনিংসেই ব্যাটিং দেখে আমি হতাশ হয়েছিলাম। আজকেও তারা যেভাবে ব্যাট করেছে, আমি জাস্ট হতাশ। ওদের ব্যাটিং দেখে মনে হয়েছে, ওদের কোন প্ল্যান ছিল না, স্ট্র্যাটেজি ছিল না। ওরা কি করতে মাঠে নেমেছে? এগুলাই আমার প্রশ্ন।‘’

ওয়ানডে সিরিজে দুর্দান্ত দলটি টেস্ট ফরম্যাটে এমন বেহাল দশা কেন হল তা জানতে চাওয়া হবে এবং তা পরবর্তিতে গণমাধ্যমকে জানানো হবে এমনটা বলেন পাপন। তার ভাষ্য, ‘’আমি খেলাগুলা দেখেছি। আমার অনেক প্রশ্ন আছে ওদের কাছে। ওদেরকে নিয়ে বসবো, ওদেরকে প্রশ্নগুলো করবো। তারপর ওদের উত্তরগুলা জানতে চাইবো। দেখি ওরা কি জবাব দেয়। তারপর আপনাদেরকে জানাবো।‘’

১৮ জনের টেস্ট স্কোয়াডে পেসার ছিলেন ৫ জন। তবে একাদশে নেয়া হয়েছে শুধুমাত্র একজন পেসার। প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানকে নেয়া হলে পরের ম্যাচে আবার তাকে সাইডলাইনে বসিয়ে নেয়া হয় আবু জায়েদ রাহীকে। পাপন জানিয়েছেন এমন ঘটনা তার কাছে অদ্ভূত লেগেছে। তিনি আরও বলেন,

‘’৫ জন পেসার দলে থাকার পরও কেন মাত্র ১জন পেসার নিয়ে মাঠে নামা হবে। এটা খুবই অদ্ভূত লেগেছে আমার কাছে। এসব বিষয়ে পরিষ্কার হতে হবে। তারা উইন্ডিজকে আন্ডার এস্টিমেট করেছে। ৩টা ওডিআইতে জেতার পর আমরা ভেবেছিলাম, ওদেরকে হারানো জাস্ট ম্যাটার অব টাইম। ফার্স্ট টেস্টে লিড নেয়ার পর আমরা গা হেলা শুরু করি। এরপর বোলিংয়ে এত বাজে করি, ম্যাচটা হাতছাড়া করি। বোলিংই শুধু না, ক্যাচও ছেড়েছি। বাজে ফিল্ডিং করেছি। এই টেস্টে তো কোনকিছুই হয়নি আমাদের।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে