ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

কারা পাবেন আরব আমিরাতের নাগরিকত্ব কিভাবে পাবেন, জেনেনিন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ ফেব্রুয়ারি ০৮ ২২:২৯:৩৬
কারা পাবেন আরব আমিরাতের নাগরিকত্ব কিভাবে পাবেন, জেনেনিন

আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের ভাষ্যমতে, নতুন এই উদ্যোগে বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা নাগরিকত্ব পেতে পারেন।

তবে কোনো নিম্ন-আয়ের শ্রমিকদের এসব মানদণ্ড পূরণের সম্ভাবনা কম। আমিরাতি প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা দেশের উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখতে পারবেন, তাদের আকর্ষণ করাই তার সরকারের লক্ষ্য।

এক্ষেত্রে নাগরিকত্বের জন্য কারো সরাসরি আবেদন করার সুযোগ নেই। বরং আমিরাতের রাজ পরিবার ও কর্মকর্তারাই মনোনীত করবেন তারা কাদের নাগরিকত্ব দেবেন। এরপর দেশটির মন্ত্রিসভা চূঢ়ান্ত সিদ্ধান্ত নেবে, মনোনীত ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে কি না।

আমিরাতের নাগরিত্বপ্রাপ্তরা দ্বৈত জাতীয়তাই রাখতে পারবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের তথ্যমতে, নাগরিকত্ব পেতে হলে বিনিয়োগকারীদের সংযুক্ত আরব আমিরাতে সম্পত্তির মালিক হতে হবে। চিকিৎসকদের এমন কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে হবে যার চাহিদা রয়েছে এবং এক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

উদ্ভাবকদের আমিরাত সরকার অথবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা থেকে পেটেন্ট গ্রহণ করতে হবে।

বিজ্ঞানীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় অথবা গবেষণাকেন্দ্রে সক্রিয় গবেষণা থাকতে হবে এবং ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা লাগবে। কাজের জন্য কোনো পুরস্কার থাকলে সেটি বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

সৃজনশীল ব্যক্তিদের নিজ নিজ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা এবং এক বা একাধিক সম্মাননা থাকতে হবে। তাদের জন্য নিজ দেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার সুপারিশ থাকাও বাধ্যতামূলক।

নতুন পাসপোর্টধারীরা সংযুক্ত আরব আমিরাতের এই নাগরিকত্ব প্রকল্পের আওতায় যোগ্য বিবেচিত হবেন কি না তা এখনও পরিষ্কার নয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে