ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

কুয়েতে আসতে চান তাহলে জেনে রাখুন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ ফেব্রুয়ারি ০৬ ০১:০৪:৫৭
কুয়েতে আসতে চান তাহলে জেনে রাখুন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা

জনসংখ্যা প্রায় ৪-৫ মিলিয়ন।কুয়েতের সরকারি ভাষা আদর্শ আরবি ভাষা।

আদর্শ আরবি ভাষাটি ধ্রুপদী আরবি ভাষার একটি আধুনিকায়িত রূপ।

ধর্মীয় আচার-অনুষ্ঠানে এখনও ধ্রুপদী আরবি ব্যবহৃত হয়।

যারা কুয়েত যেতে চান তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথাঃ

ভিসা নেওয়া আগে ভিসা সম্পর্কে জানুন।আপনাকে কি ভিসায় কুয়েতে আনা হচ্ছে?? কি কাজ করতে হবে আপনাকে???

অনেকের প্রশ্ন:

খাদেম ভিসা কি চালু হয়েছে??

উ: হ্যা কুয়েতের খাদেম ভিসা চালু হয়েছে।

তবে খাদেম ভিসার কাজ কি জানেন???

খাদেম মানে সেবক-

আর ভিসার আর্টিক্যাল নাম্বার ২০

যাকে এই খাদেম ভিসায় কুয়েতে আনা হয়, মনে রাখবেন গৃহস্থলি কাজের জন্যই আনা হয়।

মানে যে মালিকের আওতায় কুয়েতে আসবে সে মালিকের কাজ করতে হবে।

এটা সাধারন নিয়ম।

তবে খাদেম আকামা নিয়ে বাহিরে কাজ করা আইনের ল’ঙ্ঘন এবং অ;পরাধ।

এখন মনে প্রশ্ন জাগতে পারে আমি খাদেম আকামার লোক বা আমার চেনা অনেকেই খাদেম আকামা নিয়ে বাহিরে কাজ করে তাদের কি সেইম সমস্যা??

উত্তর: জ্বী সমস্যা আছে।

মালিকানা কাজ ব্যতিত অন্যকোনো কর্মস্থল থেকে আপনাকে ধরতে পারলে সফরে পাঠিয়ে দেওয়া হতে পারে। (বিবেচিত কানুন ধারা)।

লিখেছেনঃ কাওসার আহমেদ বিহন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে