ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: সাকিবের ইনজুরি নিয়ে বিস্তারিত জানালো বিসিবি

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১৭:৪৩:১২
ব্রেকিং নিউজ: সাকিবের ইনজুরি নিয়ে বিস্তারিত জানালো বিসিবি

ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় শেষ ম্যাচে পান চোট। টেস্ট সিরিজের আগে সাকিবের সময় কেটেছে পুনর্বাসন কার্যক্রমে। নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করে নিজেকে ফিট প্রমাণ করেই প্রথম টেস্টে মাঠে নেমেছেন। কিন্তু মাঠে নামার পর তার অস্বস্তি বোধ হয়। শেষপর্যন্ত মাঠ ছেড়ে যেতে হয় দ্বিতীয় দিন। দল পাচ্ছে না তার বোলিং সার্ভিস।

সাকিবকে ম্যাচের বাকি অংশে পাওয়া যাবে কি না, বা গেলেও কোন ভূমিকায় যাবে তা এখনো অনিশ্চিত। গতকাল থেকেই বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন তিনি। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, সাকিব এখনো তাদের পর্যবেক্ষণে রয়েছেন।

তবে তৃতীয় দিন বল হাতে তার মাঠে নামার সম্ভাবনা নেই। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিডিক্রিকটাইমকে বলেন, ‘সাকিবের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট, ফিজিওরা ভালো বলতে পারবে। তবে আজ লাঞ্চ পর্যন্ত বল করতে পারেনি, চা বিরতি পর্যন্তও পারবে না।’

প্রথম দিন বাংলাদেশের চার উইকেট পড়ে গেলে মাঠে নামেন সাকিব। রান নেওয়ার সময় মাঝেমাঝেই তাকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে। বেশ কয়েকবার সময় নিয়ে আবার ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হন তিনি। তবে নির্বিঘ্নেই দিনটি পার করেছিলেন সাকিব। দ্বিতীয় দিন সকালে প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং করেন। এদিন সকালেও তাকে অস্বস্তি বোধ করতে দেখা যায়। তবে মাঠ ছাড়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি ব্যাটিংয়ের সময়ও।

চা বিরতির ঠিক আগে বাংলাদেশ ৪৩০ রানে অলআউট হয়ে গেলে শেষ সেশন পুরোটাই ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে প্রথমেই আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান, আর অপরপ্রান্তে আক্রমণে সাকিব। কিন্তু আবারো বল ধরার সময় তাকে কুঁচকির ইঞ্জুরি নিয়ে অস্বস্তিতে পড়তে দেখা যায়।

তাই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৭তম ওভারে (নিজের ষষ্ঠ ওভার) বোলিং করেই মাঠ ছাড়েন সাকিব। ক্যারিবীয়দের ইনিংসে আর মাঠে নামা হয়নি তার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে