ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

এখনো শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এরই মধ্যে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা, দেখেনিন দিনক্ষন

২০২১ ফেব্রুয়ারি ০১ ১৬:৪৩:৪০
এখনো শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এরই মধ্যে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা, দেখেনিন দিনক্ষন

ম্যাচগুলো ২০২৩ বিশ্বকাপে বাছাইপর্বে উত্তরণে ভূমিকা রাখবে। এ সিরিজে টেস্ট ম্যাচ রাখা হয়নি। এ বিষয়ে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের পথে সুপার লিগের ম্যাচ হবে। এপ্রিলে লংকান দল আসছে। তিন ওয়ানডে খেলে দেশে ফিরে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন তারা।

কারণ মে মাসে বাংলাদেশ দল কলম্বো যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে। এদিকে এপ্রিল মাসেই শুরু হবে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। ক্রিকেট বিশ্বের ফোকাস যখন আইপিএলে থাকবে, তখন লংকানরা ঢাকায় খেলবে ওয়ানডে সিরিজ।

এপ্রিল মাসে সফরসূচি ঠিক করার বিষয়ে জানা গেছে, নতুন বছরের শুরুতেই ব্যস্ততম সময় পার করছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলছেন তারা। আগামী ৩ ফেব্রুয়ারি উইন্ডিজের বিপক্ষে টেস্ট মিশনের নামবে তামিম বাহিনী। এ সিরিজ শেষেই মার্চে নিউজিল্যান্ডের পথে উড়াল দেবেন টাইগাররা।

যে কারণে এপ্রিলের আগে সূচিতে ফাঁকা জায়গা নেই বাংলাদেশের। আর সেই সুযোগটিই কাজে লাগাতে চাইছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। অর্থাৎ নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেই লংকাবধে প্রস্তুতি নেবে বাংলাদেশ। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ করে চাঙ্কা টাইগার শিবির।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে