ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: বিপিএল নয় চালু হচ্ছে নতুন টুর্নামেন্ট

২০২১ ফেব্রুয়ারি ০১ ১২:০৮:২৩
ব্রেকিং নিউজ: বিপিএল নয় চালু হচ্ছে নতুন টুর্নামেন্ট

আজ (সোমবার পহেলা ফেব্রুয়ারি)টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে গুলশান লেকশোর হোটেলে। নির্ধারিত ছয়টি দলে ছয় জন আইকন খেলোয়াড় থাকবেন।এছাড়াও আইকন খেলোয়াড়দের পাশাপাশি ১৬ জন খেলোয়াড় ড্রাফটে দলে ভেড়াতে পারবে প্রতিটি দল। প্রতিটি দলে একজন মেনটর থাকবেন।

জমকালো এই টুর্নামেটে অংশ নিতে ইতোমধ্যে জাতীয় দল ও প্রিমিয়ার ডিভিশন খেলা শতাধিক খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন। এই সকল খেলোয়াড়ের মধ্যে থেকে পছন্দের খেলোয়াড় বেছে নিবেন প্রতিটি দলের আইকন, মেনটর ও ফ্র্যাঞ্চাইজ কর্তৃপক্ষ।

এক নজরে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল ও তাদের আইকন খেলোয়াড় , মেইটর।

একমি স্ট্রাইকার্স খালেদ মাসুদ পাইলট ( আইকন ) নাজমুল আবেদীন ফাহিম ( মেনটর )। এক্সপা রেইডার্স খালেদ মাহমুদ সুজন ( আইকন ) নাসির আহমেদ নাসু ( মেনটর ) ।বৈশাখী বেঙ্গলস মিনহাজুল আবেদীন নান্নু ( আইকন ) আজহার হাসেন শান্টু । ( মেনটর ) জাদুবে স্টার্স আকরাম খান ( আইকন ) নুরুল আবেদীন নাবেল ( মেনটর )। জেমকন টাইটান্স হাবিবুল বাশার সুমন ( আইকন ) সারায়ার ইমরান ( মেনটর। নারায়নগঞ্জ ওয়ারিয়র্স নাঈমুর রহমান দূর্জয় ( আইকন ) আথার আলী খান ( মেনটর )।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে