ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

দারুন সুখবর: নতুন ভিসা ফি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জানুয়ারি ৩১ ২০:২৬:৫৯
দারুন সুখবর: নতুন ভিসা ফি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়

১. ৪ হাজার ওমানি রিয়াল বা তার অধিক বেতনে যেসব প্রবাসী চাকরি করেন, তাদের ভিসা ফি মোট ২ হাজার ১ রিয়াল নির্ধারণ করা হয়েছে।

২. দুই হাজার ৫০০ থেকে ৩ হাজার ৯৯৯ ওমানি রিয়াল পর্যন্ত বেতনে চাকরিরত প্রবাসীদের ভিসা ফি ১ হাজার ১ রিয়াল নির্ধারণ করা হয়েছে।

৩. কারিগরি এবং বিশেষায়িত পদে কর্মরত শ্রমিকের ভিসা ফি ৬০১ রিয়াল।

৪. মাছ ধরা পেশায় ভিসা ফি ৩৬১ রিয়াল।

৫. উপরে উল্লেখিত পেশা বাদে অনির্ধারিত পদে কর্মরত শ্রমিকদের ভিসা ফি ৩০১ রিয়াল। উল্লেখ্য: ওমানে কর্মরত বাংলাদেশী অধিকাংশ শ্রমিক এই ৫ নং ক্যাটাগরিতে কর্মরত রয়েছেন। সুতরাং নতুন আইন অনুযায়ী ৩০১ রিয়াল করে ভিসা ফি দিতে হবে ৫ নং ক্যাটাগরির প্রবাসীদের।

৬. গৃহকর্মী ভিসা এক থেকে তিন শ্রমিকের জন্য ১৪০ রিয়াল এবং চারের অধিক শ্রমিকের জন্য ২৪১ রিয়াল।

৭. উট পালন কাজের ভিসা ফি এক থেকে তিন শ্রমিকের জন্য ২০১ রিয়াল এবং চারের অধিক শ্রমিকের জন্য ৩০১ রিয়াল।

কোনো শ্রমিকের ডেটা (পতাকার তথ্য) পরিবর্তন- ৫ রিয়াল এবং স্পন্সর পরিবর্তন ফি- ৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে।

নতুন এই আইন অফিশিয়াল গ্যাজেট আকারে ঘোষণা দেওয়ার ৯০ দিন পর থেকে কার্যকর হবে।

প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন ফি

যেসকল এসএমই প্রতিষ্ঠানগুলোতে এক থেকে পাঁচ জন প্রবাসী শ্রমিক কাজ করেন, এমন প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন ফি ১০১ রিয়াল। ছয় থেকে দশজন প্রবাসী শ্রমিক কাজ করেন, এমন প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন ফি- ১৫১ রিয়াল।

নির্দিষ্ট কোনো কারিগরি পদে কর্মরত শ্রমিকের নিয়োগ ফি- ১০০১ ওমানি রিয়াল। চার মাস, ছয় মাস ও ৯ মাসের জন্য শ্রম মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পদে কর্মরত শ্রমিকদের নিয়োগ ভিসা ফি যথাক্রমে- ৩৩৬ ওমানি রিয়াল (৪মাস), ৫০২ ওমানি রিয়াল (৬ মাস) ও ৭৫২ ওমানি রিয়াল (৯ মাস)।

শ্রম মন্ত্রণালয়ের অস্থায়ী পদগুলোতে কর্মরত শ্রমিকদের নিয়োগ ফি যথাক্রমে-১৬৯ ওমানি রিয়াল (৪মাস), ২৫২ ওমানি রিয়াল (৬মাস) ও ৩৭৭ ওমানি রিয়াল (৯মাস)। ৬. শ্রম মন্ত্রণালয়ের কারিগরি ও বিশেষায়িত পদে অস্থায়ীভাবে কর্মরত পদের নিয়োগ ফি- ১০১ ওমানি রিয়াল (৪মাস), ১৫১ ওমানি রিয়াল (৬মাস) ও ২২৬ ওমানি রিয়াল (৯মাস)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে