ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাংলাদেশের এক টাইগারের প্রশংসায় পঞ্চমুখ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

২০২১ জানুয়ারি ৩০ ১২:৫৯:২৩
বাংলাদেশের এক টাইগারের প্রশংসায় পঞ্চমুখ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

বিসিবি একাদশের হয়ে খেলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৪ সদস্যের স্কোয়াড থেকে প্রস্তুতি ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছিল ১২ সদস্যকে। প্রথম তালিকায় তাই রিশাদের নামই ছিল না। তবে প্রস্তুতি ম্যাচের ফায়দা কাজে লাগিয়ে রিশাদকে আক্রমণে আনা হয়। নুরুল হাসান সোহানের দল এরপর কেবলই হেসেছে উইকেট শিকারের আনন্দে।

ক্যারিবীয়দের ২৫৭ রানে গুটিয়ে দিয়ে রিশাদ প্রশংসা কুড়িয়ে নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের। টেস্ট দলে না থাকলেও রিশাদই শুক্রবার বেশি ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। ৭৫ রানের খরচায় তিনি একাই শিকার করেছেন ৫টি উইকেট। উইকেট তেমন স্পিন বান্ধব না থাকা সত্ত্বেও রিশাদের লেগ স্পিনের এই সাফল্যে মুগ্ধ ব্রাথওয়েটও।

তিনি বলেন-

‘ও ভালো বল করেছে। ধারাবাহিক ছিল। বল কিন্তু খুব বেশি স্পিন করছিল না। কিন্তু লাইন এবং লেন্থ ঠিক রেখে বল করে গেছে। ভালো একজন বোলার।’

সতীর্থদের ব্যর্থতার দিনে লড়েছিলেন ব্রাথওয়েট একাই। ৮৫ রানের ইনিংসে দলকে এনে দেন সম্মানজনক সংগ্রহ। নিজের ইনিংস নিয়ে প্রশংসাকালেও বাংলাদেশি বোলারদের প্রশংসা ঝরেছে ব্রাথওয়েটের কণ্ঠে।

তিনি বলেন, ‘ভালো একটি ইনিংস ছিল। যতক্ষণ ক্রিজে সময় কাটিয়েছি উপভোগ করেছি। তবে আমাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। কঠিন কন্ডিশন এমন বলার সুযোগ নেই। তারা সত্যিই দারুণ বোলিং করেছে। উইকেট একটু স্লো এবং লো ছিল সত্যি বলতে। অনেকক্ষণ ধরে বল দেখতে হয়। তবে এমনই হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে