ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আজ প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে তরুণ রিশাদের প্রশংসা করে যা বললেন ক্যারিবীয় অধিনায়ক

২০২১ জানুয়ারি ২৯ ২০:২৪:৪৪
আজ প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে তরুণ রিশাদের প্রশংসা করে যা বললেন ক্যারিবীয় অধিনায়ক

রিশাদের দুর্দান্ত বোলিংয়েই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ২৫৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। শুধু রিশাদ নন, বিসিবি একাদশের বোলারদের বিপক্ষে সফরকারি দলের ব্যাটসম্যানদের কেউই তেমন সুবিধা করতে পারেননি।

একমাত্র ব্যতিক্রম অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। ওপেনিংয়ে নেমে দলের একদম নবম উইকেট পর্যন্ত লড়েছেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১৮৭ বলে ১০ বাউন্ডারিতে ৮৫ রান করা ব্রেথওয়েটকে এলবিডব্লিউ করেন ইনিংসে তিন উইকেট পাওয়া পেসার খালিদ আহমেদ।

তবে বিসিবি একাদশের বোলারদের মধ্যে মূল আলোটা কেড়েছেন রিশাদ হোসেন। ৭৫ রান খরচায় একাই ৫ উইকেট নেন এই লেগস্পিনার। দিন শেষে ক্যারিবীয় অধিনায়ক ব্রেথওয়েটের মুখেও এই তরুণের প্রশংসা।

ব্রেথওয়েট বলেন, ‘আমার মনে হয় লেগস্পিনারটা দারুণ বল করেছে। সে ধারাবাহিক ছিল। বল যে খুব বেশি স্পিন করছিল তেমনও নয়। কিন্তু সে তার লাইন লেন্থ ঠিক রেখে বল করেই গেছে। সে আসলেই ভালো বল করেছে।’

কন্ডিশন কেমন ছিল? ব্যাটিংয়ের জন্য কতটা উপযোগী ছিল? ব্রেথওয়েট মনে করছেন, উপমহাদেশের চিরাচরিত কন্ডিশন মেনে উইকেট কিছু ‘স্লো অ্যান্ড লো’ ছিল। কিন্তু একদম ব্যাটিং করার অনুপযোগী ছিল, মানতে নারাজ ক্যারিবীয় দলপতি।

নিজের ইনিংস নিয়ে খুশি ব্রেথওয়েট বলেন, ‘আমি বলব না কন্ডিশন খুব কঠিন ছিল। তবে তারা (বিসিবি একাদশ) ভালো বল করেছে। অবশ্যই উইকেট কিছু স্লো অ্যান্ড লো ছিল। বল দীর্ঘসময় ধরে দেখতে হয়েছে। কিন্তু এটা তো হওয়ার কথাই।’

এই উইকেটে কিভাবে রান করা যাবে, সেই উপায়ও বাতলে দিলেন ক্যারিবীয় ওপেনার। তার কথা, ‘ডিফেন্সটা যাতে সলিড হয় সেটি নিশ্চিত করতে হবে। পুরো ইনিংসে নিজের ডিফেন্সের ওপর বিশ্বাস রাখতে হবে। মাঝেমধ্যে আমি নিজের পা ব্যবহার করেছি। যেহেতু নিচু বাউন্স ছিল, আমি দ্রুত কিছু করতে চাইনি।’

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের জবাবে প্রথম দিন শেষে বিনা উইকেটে ২৪ রান তুলেছে বিসিবি একাদশ। দ্বিতীয় দিনে বোলারদের নতুন পরিকল্পনা নিয়ে নামতে হবে, মনে করছেন ব্রেথওয়েট।

তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় দিনে বোলিং করব, তাই বোলারদের আলাদা পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আগামীকালের চ্যালেঞ্জের দিকে আমরা তাকিয়ে আছি। অবশ্যই বিসিবি একাদশ এই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত। কিন্তু আমাদের নিজেদেরও পরিকল্পনা আছে। যা দিয়ে আমরা ভালো অবস্থানে যেতে পারি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে