ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বিশাল সুখবর পেল টাইগাররা

২০২১ জানুয়ারি ২৯ ১৬:২৬:৩০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বিশাল সুখবর পেল টাইগাররা

আজ(২৮ জানুয়ারি ) সাকিবের কুঁচকির স্ক্যান করানো হয়। স্ক্যান রিপোর্ট দেখে বিসিবির ফিজিও মনজুর হোসাইন জানিয়েছেন, “সাকিব পুরোপুরি সুস্থ। তাঁর ইনজুরি নিয়ে ভয়ের কিছু নেই।টেস্ট সিরিজে দল তাকে পাবে।“

এর আগে গত ২৫ তারিখ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে দ্বিতীয় ইনিংসের ৩০তম ওভারের ঘটনা। চতুর্থ বলটি লং অনে ঠেলে দিয়ে এক রান নেন জাহমার হ্যামিলটন। সে বলটি থামাতে বেশ বড়সড় এক লাফ দেন সাকিব। তখনই মূলত টান লাগে পেশিতে। একই ওভারের পঞ্চম ডেলিভারিটি করার সময় টান অনুভব করেন পেশিতে। তাঁর পর মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।

এরপর তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষনে রাখা হয়। কুঁচকির ইনজুরির পরের দিন থেকেই সাকিব ব্যথা ভালোবোধ করতে থাকে। তাই এক দিন পরে অথ্যাৎ আজ (২৮ জানুয়ারি ) সন্ধ্যায় তার পেশির স্ক্যান করা হয়। স্ক্যানে পেশির গুরুত্বর কিছু ধরা পড়েনি । তাই আসন্ন উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এই বাঁ-হাতি অলরাউন্ডারকে পাবে দল।

সাদা পোশাকে টাইগার দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। দলের হয়ে এখন পর্যন্ত ৫৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ২১০টি ও রান করেছেন ৩৮৬২।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে